লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকারে (এমএলএস) কর্তৃপক্ষ। এমএলএসের ম্যাচ ছাড়াও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোনো ম্যাচে সাইডলাইনে থাকতে পারবেন না তিনি।
এর আগে মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন। যেখানে দিন-রাত মিলিয়ে ইয়াসিন ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। তবে বর্তমানে সেটা পালন করতে হবে কেবল মাঠের বাইরেই।
এ নিয়ে এক ভিডিও বার্তায় এমনটাই মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন জানিয়েছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না’। পাশাপাশি, তিনি একটি জোরালো মন্তব্যও করেছেন— ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’
এদিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল ইয়াসিন আরো বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।’