শিরোনাম

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে এই মুহূর্তে ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাবে রাজি নন আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)  সে দেশের ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে ইতালির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে আবারও প্রস্তাব দিয়েছে। তবে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়তে রাজি নন আনচেলত্তি।

দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তির সঙ্গে এজেন্টের মাধ্যমে যোগাযোগ করেছে। কিন্তু আনচেলত্তি স্পষ্ট করেছেন যে, তিনি অন্তত জুলাইয়ের আগে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়বেন না। চূড়ান্ত আলোচনা যাই হোক, তা হবে জুলাইয়ের পর। এদিকে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে রিয়াল মাদ্রিদ। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকবেন আনচেলত্তি। তার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে মৌসুম শেষে পারফরম্যান্স সন্তোষজনক না হলে তাকে ছাঁটাইও করা হতে পারে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ নতুন কোচ খুঁজছে এবং বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ জাবি আলোনসো তাদের অন্যতম পছন্দ। তবে আলোনসো যদি লেভারকুসেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং রিয়াল মাদ্রিদ লা লিগা বা চ্যাম্পিয়নস লিগ জিতে ফেলে, তাহলে ২০২৬ সাল পর্যন্ত আনচেলত্তির ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি।

ব্রাজিলের বর্তমান কোচ দোরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে শুক্রবার সিদ্ধান্ত নেবেন সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ। জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ রয়েছে ব্রাজিলের। কিন্তু ততদিন দোরিভালকে রাখার ইচ্ছে নেই সিবিএফ-এর।

বিকল্প হিসেবে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। আনচেলত্তির পাশাপাশি ফিলিপে লুইজ ও হোর্হে জেসুসের নামও কোচের তালিকায় রয়েছে, তবে তারাও জুলাইয়ের আগে ফ্রি নন। তাই ব্রাজিলের কোচ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ব্রাজিল আনচেলত্তির জন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে চায়, তবে আদৌ তিনি আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়