নিজস্ব প্রতিবেদক: এই তিনজন এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে নাহিদকে পাবে তা তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া এই পেসার তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।
নাহিদ রানা পিএসএলে খেলবে পেশোয়ার জালমির হয়ে। সর্বশেষ পিএসএলের ড্রাফট থেকে লিটন দাসকে দলে ভিরিয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদ পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
এবারের পিএসএলের পর্দা উঠছে আগামী ১১ এপ্রিল থেকে। এর চারদিন পরই দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। এ কারণেই মূলত লিটন ও নাহিদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। নাহিদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই রওনা হতে পারবেন পিএসএলে খেলতে।
আর পিএসএলের শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন রিশাদ ও লিটন। এর মধ্যে রিশাদ বাংলাদেশের টেস্ট সেটআপের মধ্যে নেই। লিটনকে এই সিরিজ থেকে বিরতি দিচ্ছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ২৬ এপ্রিল পিএসএলের অভিষেক হতে পারে নাহিদের। তবে এর মধ্যে পেশোয়ার খেলে ফেলবে তাদের পাঁচটি ম্যাচ।
এরপর বাকি ম্যাচগুলোতে খেলতে পারেন নাহিদ। এমনকি তার দল দ্বিতীয় পর্বে জায়গা করে নিলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে নাহিদের। কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফট। ভার্চুয়ালি হওয়া সেই ড্রাফটে লিটন-নাহিদদের কোনো বিকল্প নেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশের তিন ক্রিকেটারই পেতে পারেন পিএসএলে খেলার সুযোগ। এবার হয়েছেও তাই। আগামী ১১ এপ্রিল শুরু হয়ে ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত।