শিরোনাম
◈ বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন ◈ বিএনপির বিরুদ্ধে এনসিপির বিস্ফোরক অভিযোগ ◈ প্রধান উপদেষ্টার চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা বাণিজ্য-বিনিয়োগে  ◈ আরও কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান  ◈ গুলশান-বনানীর সড়ক ব্যবহারে যে নির্দেশনা দিলো ট্রাফিক বিভাগ ◈ ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি ◈ ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, যে আলোচনা হলো ◈ ভাইরাল মাফলার নিয়ে নতুন যে তথ্য দিলেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশ কাউকে কানেক্টিভিটি চাপিয়ে দেবে না, কেউ নিলে খুব ভালো না নিলে কিছু করার নেই ◈ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তামিমকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমানের প্রতিনিধি দল

মনিরুল ইসলাম: ক্রিকেটার ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন এই ক্রিকেটারের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন এই ক্রিকেটারের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের অন্যতম সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গত মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে যান প্রতিনিধি দল। সেখানে তাকে তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন— তামিম ইকবালের মা এবং ক্রিকেটার আকরাম হোসেন।

তারেক রহমানের প্রতিনিধি দলে ছিলেন-মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ডা. আমান উল্লাহ আমান, তারেক রহমানের মামাতো ভাই অভিক এসকান্দার।

বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতার জন্য নয়া পল্টনে দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়