শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শেষ টি-টোয়েন্টি ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হেরে গেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে একদমই পাত্তা পেলো না পাকিস্তান। কোনো মতে একটি ম্যাচ জিতে হোয়াইটওয়াশ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে মাত্র। বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেলো না পাকিস্তান। ম্যাচটি হেরেছে ৮ উইকেটে। 

এদিন  বোলার জিমি নিশামকে সামলাতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। বল হাতে পাকিস্তান ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন এই পেসার। এতেই সিরিজে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের ৮ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড।

বুধবার (২৬ মার্চ) ওয়েলিংটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিশামের ৫ উইকেট শিকারে ৯ উইকেটে ১২৮ রানে থামে পাকিস্তানের ইনিংস। জবাবে সাইফার্টের অপরাজিত ৯৭ রানের সুবাদে ১০ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কিউইরা।

আগের জয় পাওয়া তিন ম্যাচেও পাকিস্তানকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছিল স্বাগতিকরা। পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে নিল তারা। বিধ্বংসী ব্যাটিংয়ে পাঁচ ম্যাচে ২০৭ দশমিক ৫ স্ট্রাইকরেটে ২৪৯ রান করে সিরিজ সেরা হন সাইফার্ট।

লক্ষ্য তাড়ায় সিরিজজুড়ে পাকিস্তান বোলারদের ওপর তা-ব চালানো ফিন অ্যালেন ও সাইফার্ট উদ্বোধনী জুটিতে ৩৯ বলে যোগ করেন ৯৩ রান। ১২ বলে ২৭ রান করা অ্যালেন ফিরলে এই জুটি ভাঙে। সঙ্গীর বিদায়ের পরও আক্রমণাত্মক ব্যাটিং জারি রেখে দলকে জয় এনে দেন সাইফার্ট। ডানহাতি এই ব্যাটার তার ৩৮ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ১০ ছক্কায়।

ব্যাটিংয়ে নেমে সিরিজে তৃতীয়বারের মতো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নাওয়াজ। জ্যাকব ডাফি ও বেন সিয়ার্সের পেস তোপে পাওয়ারপ্লেতে ২৭ রান তুলতে ৩ উইকেট হারায় পাকিস্তান।

এরপরই সফরকারী ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দেন নিশাম। মিডিয়াম পেসে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ইনিংস সর্বোচ্চ ৫১ রান করা অধিনায়ক সালমান আলী আগাসহ তুলে নেন ৫ ব্যাটারকে। ম্যাচ সেরাও হয়েছেন ডানহাতি এই পেসার। আগামী শনিবার নেপিয়ারে শুরু হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়