শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপে উঠলো ইরান

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলো ইরান। মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেই বিশ্বকাপের টিকিট কাটে তারা।

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও মেহেদি তারেমির জোড়া গোলে হার এড়ায় ইরান। উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান। ৮ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চূড়ায় আছে ইরান। তাদের সঙ্গে ড্র করা উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার এখনও ভালো সুযোগ আছে উজবেকিস্তানেরও।

এনিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। গেল তিন বিশ্বকাপ (২০২২, ২০১৮ এবং ২০১৪) ছাড়াও ২০০৬, ১৯৯৮ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপ খেলেছিল দলটি।

এর আগে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউজিল্যান্ড। আয়োজক দল ছাড়া তৃতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরান। এছাড়াও দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়