শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক গাব্বা স্টেডিয়াম ভেঙে ফেলা হবে 

স্পোর্টস ডেস্ক : ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হবে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এ বিষয়ে নিশ্চিত জানিয়েছেন। ব্রিসবেন শহরের প্রাণকেন্দ্রেই নতুন এই স্টেডিয়াম ও এ্যাকুয়াটিক সেন্টার গড়ে তোলা হবে। এ্যাকুয়াটিক সেন্টারে ২৫ হাজার সমর্থক একসাথে বসে খেলা উপভোগ কত পারবে। 

এ সম্পর্কে ক্রিসাফুলি গণমাধ্যমকে বলেছেন, শেষ পর্যন্ত কুইন্সল্যান্ড একটা পরিকল্পনা করতে পেরেছে। সময়ই এখন সবকিছু বলে দেবে। আশা করছি নতুন স্টেডিয়াম দেখে সবাই আকৃষ্ট হবে।

২০৩২ অলিম্পিক কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। এই শহরেই ২০২১ এর জুলাইয়ে প্যারালিম্পিকস আয়োজিত হয়েছিল। ১৯৫৬ মেলবোর্ন ও ২০০০ সিডনি গেমসের পর তৃতীয়বারের মত আবারও অলিম্পিক ফিরে আসলো অস্ট্রেলিয়ায়।  ঢাকাপোস্ট

দুই বছর আগে তৎকালীন সরকার জনপ্রিয় গাব্বা ক্রিকেট গ্রাউন্ডটাকে সংস্কারের ঘোষণা দিয়েছিল। এর সাথে ১৭ হাজার আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়াম নির্মানেরও পরিকল্পনা ছিল।  কিন্তু সেই পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে ক্রিসাফুলি বলেছেন সংষ্কার কাজে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার থেকে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। ৬৩ হাজার আসন বিশিষ্ট নতুন স্টেডিয়ামটি ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহৃত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়