শিরোনাম
◈ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না: স্বরাষ্ট্র সচিব ◈ ভারতের ফুটবল টুর্নামেন্টে মুসলিম ফুটবলারদের খেলতে নিষেধাজ্ঞা! ◈ সেনাপ্রধানের ইমামতি প্রসঙ্গে বন্ধু আবু রুশদের স্ট্যাটাস ◈ বিশ্বে সবচেয়ে নিরাপদ আরব দেশগুলো, বাংলাদেশের অবস্থান কত! ◈ ‘হাইব্রিড’দের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে বিএনপি ◈ ঈদের দিন রোদ না বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ উপদেষ্টা ও সচিবদের বিদেশ ভ্রমণে সহযাত্রী হবেন না পিএস ও এপিএসরা  ◈ ফুটবল বিশ্বকাপ যাদের নিশ্চিত হলো, কাছাকাছি আছে যারা ◈ ঈদের টানা ছুটিতেও অর্থনীতি স্থবিরতায় পড়বে না: অর্থ উপদেষ্টা ◈ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন, কেন আর কীভাবে?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুযোগ নষ্টের মহড়ায় প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ

ভারতের বিপক্ষে শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে। তবে শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। 

ভারতের বিপক্ষে এই ম্যাচে প্রথমার্ধে কর্তৃত্ব করে খেলেছে বাংলাদেশ। গোল হওয়ার মতো তিনটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। এর মধ্যে প্রথম মিনিটেই গোলবার ফাঁকা পেয়েছিল সফরকারীরা। ঠিকঠাক শট নিতে পারেননি শাহরিয়ার ইমন। তার শট জালের বাইরে চলে যায়। 

পরে একই রকম সুযোগ পেয়েছিলেন রাকিব। তিনিও গোলবার ফাঁকা পেয়েছিলেন। কিন্তু দুর্বল শটের কারণে তা গোল হওয়ার মতো ছিল না। এছাড়া মোরসালিনের ক্রসে হেড থেকে গোল করার দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। কাজে লাগাতে পারেনি সেটাও। 

ম্যাচের প্রথমার্ধে হামজার প্রভাব ছিল চোখে পড়ার মতো। ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করে খেলেছেন তিনি। সুনীলকে কোন সুযোগই তৈরি করতে দেননি হামজা। এছাড়া মাঠে কোন ডুয়েল অর্থাৎ প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে বলের লড়াইয়ে হারেননি প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন এই মিডফিল্ডার। ম্যাচে প্রথমার্ধে একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।  

ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ: গোলরক্ষক: মিতুল মার্মা (গোলরক্ষক),ডিফেন্ডার: তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল তপু, মিডফিল্ডার, হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবর জনি, ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়