শিরোনাম
◈ থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল ◈ মোনাজাতে ‌‘খালেদা জিয়ার নাম না বলায়’ ইমামকে যুবদল নেতার হুমকি ◈ মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় ◈ ড. ইউনূসের সঙ্গে শেহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড, প্রথমবারের মতো ছাড়াল ৩১০০ ডলার ◈ ঈদের ছুটি: অনেক এটিএম বুথেই টাকা নেই, ভোগান্তিতে গ্রাহক ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান ◈ আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ জয়পুরে মুসলিমদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানালেন হিন্দুরা! (ভিডিও) ◈ আয়কর নথিতে দেখাতে হবে ঈদ খরচ 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সহযোদ্ধা তামিমকে হাসপাতালে রেখে সেঞ্চুরি করে  মোহামেডানকে জেতালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : মোহামেডান দলের অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে। সেরকম পরিস্থিতিতেই ডিপিএলে ম্যাচ খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দারুণ খেলে ম্যাচ জিতেছেও। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মতিঝিলের দলটি।  

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। দুই ওপেনার রানা শেখ এবং অনিক সরকার শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ২৩ বলে ১৬ রান করেন রানা। অন্যদিকে অনিক খেলেছেন ২৮ বলে ২২ রানের ইনিংস। - বিডিক্রিকটাইম

এরপর দলের হাল ধরেছেন রায়ান রাফসান রহমান। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন তিনি। এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন রায়ান। বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। যোগ দিয়েছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফিফটি ছুঁয়ে ফেলেন রায়ান। তবে আরেক প্রান্তে টপাটপ উইকেট পড়তেই থাকে। এমন চাপের মধ্যে দারুণ লড়াকু ব্যাটিং চালিয়ে ১০৭ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন রায়ান। থেমেছেন দলের ১৮৪ রানের মাথায়। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শরিফুল ইসলাম। দুর্দান্ত ব্যাটিংয়ে হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। 

তার ব্যাটে চড়েই ২০০ পার করে শাইনপুকুর। ফিফটি ছুঁয়েছেন শরিফুল। ৬৯ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন। ৪৯.৫ ওভারের খেলা শেষে ২২৩ রান তুলে অলআউট হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১৭ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন রাফিউজ্জামান রাফি। মোহামেডানের হয়ে ৩ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। ১ উইকেট তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জবাব দিতে এদিন তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। সাথে ছিলেন রনি তালুকদার। উদ্বোধনী জুটিতে দারুণ সাবলীল ছিলেন দুজন। 

রনি-মিরাজের ব্যাটে চড়ে মোহামেডান পেয়ে যায় দারুণ শুরু। ফিফটির দেখা পেয়েছেন দুজনই। দলও পেরিয়ে যায় ১০০ রান। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে আগাতে থাকেন রনি এবং মিরাজ। কিছুটা ধীরেসুস্থে আগাচ্ছিলেন রনি। অন্যদিকে মিরাজ ছিলেন আগ্রাসী। পিটিয়ে শাইনপুকুরের বোলারদের ছাতু বানিয়েছেন তিনি। ছুটছিলেন সেঞ্চুরির দিকে।

শেষ পর্যন্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অবশ্য সেঞ্চুরির পরেই থামতে হয়েছে। ৮৬ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৬৪ রানের মাথায় আউট হন মিরাজ। একটু পরেই সাজঘরে ফিরে যান রনিও। বিদায় নেওয়ার আগে ৮৬ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রনি তালুকদার। 
এরপর ক্রিজে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। শুরুর দারুণ ভীতের পর খুব বেশি দ্রুত রান তোলার তাড়া ছিল না। ফলে ধীরেসুস্থে এগিয়েছেন অঙ্কন এবং সাইফ। সাবলীল ব্যাটিংয়ে দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে। ৩৩ বলে ২৭ রানের ইনিংস খেলে বিদায় নেন অঙ্কন। শেষ দিকে সাইফউদ্দিনের সাথে যোগ দেন নাসুম আহমেদ। দুজনের জুটিতে চড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ৩১ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। অন্যদিকে নাসুম টিকে ছিলেন ১৮ বলে ১৩ রান করে। ৪৬ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাইনপুকুরের হয়ে ২ উইকেট তুলেছেন মোহাম্মদ রহিম আহমেদ। এছাড়া ১ উইকেট নেন রাফিউজ্জামান রাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়