শিরোনাম
◈ তাহলে কি রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে ◈ মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা থাইল্যান্ডে  ◈ বাংলাদেশের ১১টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক: আল জাজিরার রিপোর্ট ◈ কাঁটাতার বসাতে গেলেই বাধা দেয় মমতার লোক: বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহ (ভিডিও) ◈ পার্বত্য চট্টগ্রামে নাশকতায় অচল রবির অর্ধশত টাওয়ার, দুর্ভোগে স্থানীয়রা ◈ সরি, সংস্কার করা আপনাদের দায়িত্ব না: অন্তর্বর্তী সরকারকে আমির খসরু ◈ ভারত থেকে সুতা আমদানি বন্ধের নির্দেশ ◈ ‘আমার একটাই কষ্ট, একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে’ ◈ ভারতের অর্থনীতি তিন থেকে ছয় মাসের মধ্যেই ধ্বংস হয়ে যাবে : চিদাম্বরমের সতর্কবার্তা ◈ আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হার্টে রিং পরানো হলেও এখনো জটিলতা কাটেনি তামিমের : চিকিৎসক

স্পোর্টস ডেস্ক : বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। তবে দেশের অন্যতম সেরা এই ব্যাটারের অবস্থা এখনও জটিল বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সাভারে বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

এরপর পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে এনজিওপ্লাস্টি করে হার্টে রিং পরানো হয়। বর্তমানে তামিমকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। অলআউট স্পোর্টস 

তামিমের সবশেষ অবস্থা জানিয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর রাজিব জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিকেএসপিতে তামিম অসুস্থ হয়ে পড়েন। জাতীয় দলের সাবেক অধিনায়ককে সুস্থ করে তুলতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

যতগুলো চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট (রিং পরানো) করা হয়েছে। এটা খুব স্মুথলি ও দক্ষতার সঙ্গে হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।

তবে এখনও পুরোপুরি জটিলতা কাটেনি জানিয়ে রাজিব বলেন, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট পরও তিনি অবজারভেশনে আছেন। এবং ক্রিটিক্যাল কন্ডিশন এখনও কাটেনি, একটু সময় লাগবে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন। সবাই দোয়া করবেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে সকালে শাইনপুকুরের বিপক্ষে টস করেন মোহামেডানের অধিনায়ক তামিম। এরপর অসুস্থ অনুভব করলে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে যথাযথ প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান হাসপাতালের চিকিৎসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়