শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১২:৩১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইব্রেকারে হেরে গেলো নেদারল্যান্ডলস, সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবারো নেশন্স লিগের  সেমিফাইনালে উঠেছে। তবে তাদের জয়ী হতে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। স্পেন ও নেদারল্যান্ডস সমান তালে এদিন লড়াই করেছে। দুই দলই দুটি করে গোল আদায় করে নেয়। ফলে ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারে যেতে হয় রেফারিকে। রোববার (২৩ মার্চ) ঘরের মাঠে ডাচদের বিপক্ষে জয় পায় স্পেন। 

প্রথম লেগে ২-২ সমতায় শেষ হয়েছিল নেদারল্যান্ডস ও স্পেনের ম্যাচটি। ফলে সেমিফাইনালে ওঠার মিশনে দ্বিতীয় লেগটি ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় লেগে দারুণ এক ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগের নির্ধারিত সময়েও ম্যাচটি শেষ হয় ২-২ গোলে। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবার দুই দল একটি করে গোল করে। ১২০ মিনিটের মহানাটকীয়তার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুট আউটের প্রথম পাঁচ শটের মধ্যে একটি করে মিস করে দুই দলই। স্পেনের হয়ে গোল করেন মারিনো, বাইনা, তোরেস এবং অ্যালেক্স গার্সিয়া। আর ইয়ামালের পেনাল্টি ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। অপরদিকে ডাচদের হয়ে জালের দেখা পান ফন ডাইক, কুপমেইনারস, সিমন্স এবং টেইলর। আর পেনাল্টি মিস করেন ল্যাং।
এরপর ষষ্ঠ পেনাল্টিতেই নির্ধারণ হয়ে যায় ফল। নেদারল্যান্ডের হয়ে পেনাল্টি নিতে আসা মালানের শট ঠেকিয়ে দেন উনাই সিমন। অপরদিকে ষষ্ঠ পেনাল্টিতে গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন পেদ্রি।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়