শিরোনাম
◈ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্টের  সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা  ◈ দেশে রিজার্ভের পরিমাণ কত, জানালো কেন্দ্রীয় ব্যাংক ◈ বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই ◈ আইপিএল চলাকালে গেমরুমে জুয়া খেলা নিয়ে যা বললেন রামানদীপ ◈ আসন্ন ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার! ◈ ভক্তদের উদ্দেশে আর্জেন্টাইন কোচ, মেসির বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত তাকেই নিতে দিন ◈ কেন ইউক্রেনে শান্তিবাহিনী পাঠাতে উদ্যোগী ফ্রান্স ও ব্রিটেন? ◈ ‘জুনে ফিরছি’, ধন্যবাদ জানিয়ে বলে গেলেন হামজা ◈ কাতারের কাছে ১৯৬ কোটি ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানিতে মস্কোর সহযোগিতা চায় ঢাকা, গম ও সার আমদানি করবে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই, বুধবার আর্জেন্টিনাকে আটকাতে ব্রাজিলের বিশেষ পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক : পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বস্তিতে নেই বিশ্বকাপ বাছাইপর্বে। কয়েক দিন আগে নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে অনেক কষ্টে জয় পেয়েছে। সামনে তাদের আরো কঠিন পথ পাড়ি দিতে হবে। এবার ব্রাজিলের সামনে শক্ত চ্যালেঞ্জ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে মোকাবিলা করতে হবে তাদের। 

২৬ মার্চ বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিয়ের্মে আরানা মনে করেন, আর্জেন্টিনার ফরোয়ার্ডদের থামাতে ম্যাচজুড়েই রাখতে হবে সর্বোচ্চ মনোযোগ। তার মতে, প্রতিপক্ষের আক্রমণভাগকে অকার্যকর করতে হলে রক্ষণভাগের প্রতিটি খেলোয়াড়কে থাকতে হবে সজাগ ও দায়িত্বশীল।

আসন্ন ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে থাকছেন না আর্জেন্টিনার তিন তারকা লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও পাওলো দিবালা। সবশেষ উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছেন আরেক ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। ফলে ব্রাজিল ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবুও আর্জেন্টিনার আক্রমণভাগকে এখনও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সেলসাওদের।

এই বিষয়ে আরানা বলেন, ‘আর্জেন্টিনা দারুণ ছন্দে আছে। তাদের আক্রমণভাগ সবসময়ই বিপজ্জনক। তাই আমাদের প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হবে। আক্রমণ রুখতে ভালো পজিশনিংয়ের কোনো বিকল্প নেই।’
তবে এই ম্যাচে মেসি-নেইমার না থাকায় ‘সুপার ক্লাসিকো’র উত্তাপ কিছুটা কমে গেছে বলেই মনে করছেন অনেকে। তা সত্ত্বেও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মনে করেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই আলাদা এক আবহ, ‘এই দ্বৈরথ সবসময়ই বিশেষ। দুই দলই জয়ের জন্য লড়াই করে। আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এমন চাপের ম্যাচে আগেও খেলেছে। জয়টাই আমাদের মূল লক্ষ্য।

বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ব্রাজিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়