শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের সহজ জয়, পোল্যান্ড জিতলো অনেক ঘাম ফেলে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে দারুণ এক ম্যাচ খেললো ইংল্যান্ড। বাংলাদেশ সময় শুক্রবার (মার্চ ২১) রাতে ঘরের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই নেমেছিলে ইংলিশ দলটি। কোচ টমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচ হওয়ায় ইংলিশ ফুটবল পান্ডিতদের তীক্ষè নজর ছিলো জার্মান ট্যাক্টিশিয়ানের উপর। তবে আপাতত ভালোভাবেই উতরে গেছেন থ্রি লায়ন্স কোচ। মাইলস লেউইস স্কেলি ও হ্যারি কেইনের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। 

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আলবেনিয়ার বিপক্ষে ডেডলক ভাঙ্গতে ২০ মিনিট সময় নেয় ইংলিশরা। জুড বেলিংহ্যামের ডিফেন্সচেরা পাস থেকে সমর্থকদের উল্লাসে মাতান অভিষিক্ত মাইলস লেউইস স্কেলি। ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ গোল করা ফুটবলার এখন এই আর্সেনাল ফুল ব্যাক। ১৮ বছর ১৭৬ দিন বয়সে পেছনে ফেলেছেন মার্কাস রাশফোর্ডের রেকর্ড।

বিরতির আগে একাধিক সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনদের সাথে আপসোসে পুড়েছেন আরেক অভিষিক্ত ড্যান বার্নও। ৭৭ মিনিটে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেন হ্যারি কেইন। ডেকলাইন রাইসের অ্যাসিস্টকে পূর্ণতা দেন ইংলিশ অধিনায়ক। বায়ার্ন মিউনিখের এই তারকা তুলে নেন জাতীয় দলের জার্সিতে ৭০তম গোল।

এদিকে ৫ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে পোল্যান্ড। রবার্ট লেভানডভস্কির একমাত্র গোলে লিথুয়ানিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে পোলিশরা শুরু করেছে বিশ্বকাপ বাছাই অভিযান। তবে ওয়ারশোতে অতিথিদের হারাতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। একের পর এক মিসের মহড়ায় কাটে গোল শূণ্য প্রথমার্ধ। বিরতির পর একাদশে চার পরিবর্তন এনে ফল পায় পোলিশরা। 

বদলি হিসেবে মাঠে নামা জাকুব কামিন্সকির পাস থেকে ৮১ মিনিটে ত্রাতা হয়ে আসেন রবার্ট লেভানডভস্কি। বার্সা তারকার একমাত্র গোল এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট। দিনের আরেক ম্যাচে ৩৮ মিনিটে অলিভিয়ার আন্টম্যানের গোলে একই ব্যবধানে মাল্টার বিপক্ষে জিতেছে ফিনল্যান্ড। তবে বল দখলে এগিয়ে থেকেও বসনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে রোমানিয়া। ১৪ মিনিটে একমাত্র গোলটি আসে আর্মিন জিগোভিচের পা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়