শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের সহজ জয়, পোল্যান্ড জিতলো অনেক ঘাম ফেলে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে দারুণ এক ম্যাচ খেললো ইংল্যান্ড। বাংলাদেশ সময় শুক্রবার (মার্চ ২১) রাতে ঘরের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই নেমেছিলে ইংলিশ দলটি। কোচ টমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচ হওয়ায় ইংলিশ ফুটবল পান্ডিতদের তীক্ষè নজর ছিলো জার্মান ট্যাক্টিশিয়ানের উপর। তবে আপাতত ভালোভাবেই উতরে গেছেন থ্রি লায়ন্স কোচ। মাইলস লেউইস স্কেলি ও হ্যারি কেইনের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। 

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আলবেনিয়ার বিপক্ষে ডেডলক ভাঙ্গতে ২০ মিনিট সময় নেয় ইংলিশরা। জুড বেলিংহ্যামের ডিফেন্সচেরা পাস থেকে সমর্থকদের উল্লাসে মাতান অভিষিক্ত মাইলস লেউইস স্কেলি। ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ গোল করা ফুটবলার এখন এই আর্সেনাল ফুল ব্যাক। ১৮ বছর ১৭৬ দিন বয়সে পেছনে ফেলেছেন মার্কাস রাশফোর্ডের রেকর্ড।

বিরতির আগে একাধিক সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনদের সাথে আপসোসে পুড়েছেন আরেক অভিষিক্ত ড্যান বার্নও। ৭৭ মিনিটে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেন হ্যারি কেইন। ডেকলাইন রাইসের অ্যাসিস্টকে পূর্ণতা দেন ইংলিশ অধিনায়ক। বায়ার্ন মিউনিখের এই তারকা তুলে নেন জাতীয় দলের জার্সিতে ৭০তম গোল।

এদিকে ৫ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে পোল্যান্ড। রবার্ট লেভানডভস্কির একমাত্র গোলে লিথুয়ানিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে পোলিশরা শুরু করেছে বিশ্বকাপ বাছাই অভিযান। তবে ওয়ারশোতে অতিথিদের হারাতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। একের পর এক মিসের মহড়ায় কাটে গোল শূণ্য প্রথমার্ধ। বিরতির পর একাদশে চার পরিবর্তন এনে ফল পায় পোলিশরা। 

বদলি হিসেবে মাঠে নামা জাকুব কামিন্সকির পাস থেকে ৮১ মিনিটে ত্রাতা হয়ে আসেন রবার্ট লেভানডভস্কি। বার্সা তারকার একমাত্র গোল এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট। দিনের আরেক ম্যাচে ৩৮ মিনিটে অলিভিয়ার আন্টম্যানের গোলে একই ব্যবধানে মাল্টার বিপক্ষে জিতেছে ফিনল্যান্ড। তবে বল দখলে এগিয়ে থেকেও বসনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে রোমানিয়া। ১৪ মিনিটে একমাত্র গোলটি আসে আর্মিন জিগোভিচের পা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়