শিরোনাম
◈ নির্বাচনী সংস্কার: ৯ সুপারিশের ওপর ইসির কাছে প্রস্তাব চাইলো সরকার ◈ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে, এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে: সেনাপ্রধান ◈ পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত: প্রধান উপদেষ্টা ◈ কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ◈ মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ আজ ভয়াল ২৫ মার্চ ◈ নতুন টাকার রমরমা ব্যবসা, খোলাবাজারে দামও চড়া ◈ তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার: সাকিব আল হাসান ◈ ৩০ টাকা কেজিতে দিনে চার টন চাল বিক্রি করবে সরকার ◈ দুই অতিরিক্ত ডিআইজি ও ১৭ পুলিশ সুপারকে বদলি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ, ভারতীয় পত্রিকার দাবি

বোলিং করার অনুমতি পেয়েই আইপিএল খেলতে তোরজোড় চালাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

শনিবার (২২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, আইসিসি থেকে সুখবর মিলতেই আইপিএল খেলতে মরিয়া হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন।

উল্লেখিত সেই তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই দলগুলোর সঙ্গে যোগাযোগের কারণ হিসেবে বলা হয়েছে, দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল।

ফ্রাঞ্চাইজিগুলোও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন। তবে যেহেতু নিলামে দল পাননি, তাই সাকিবকে অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ এই তিন ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে!

উল্লেখ্য, বোলিং অ্যাকশনের ত্রুটি সারতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে সাকিব খেলতে পারবেন।

দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন হয়ে আছে। এরমাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়