শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০১:১৯ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল শনিবার (২২ মার্চ) ভোরে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সঙ্গে ২৬ মার্চ তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। তবে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে একাধিক তারকা খেলোয়াড় চোটের কারণে ছিটকে পড়ায় একাদশ সাজানো নিয়ে বেশ চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, এখনো একাদশ পুরোপুরি ঠিক করা হয়নি। তার ভাষায়, ‘আগামীকালের ম্যাচের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়েছে। অনুশীলনের পর বিকেলের মধ্যে এটি চূড়ান্ত করব।’ চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়ার হতাশা থাকলেও স্কালোনি এটিকে অন্যদের জন্য নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন।

তিন তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি দলকে কিছুটা চাপের মুখে ফেললেও, স্কালোনি মনে করেন এটি তরুণ ও বিকল্প খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। এখন দেখার বিষয়, তারা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন কি না।

আর্জেন্টিনার এই ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্কালোনির দল কি পারবে চোট-সঙ্কট সামলে উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিতে? এদিকে স্কালোনি নিজে একাদশ ঠিক করতে না পাররেও আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, সেটার ধারণা দিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। 

বাংলাদেশের দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ম্যাচটি কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ব্রাজিল সমর্থকদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। তারা এই ম্যাচটি দেখতে পাবেন Sportzfy ও Yacine TV অ্যাপের মাধ্যমে। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস টাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, গিলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়