শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে লং মার্চের ডাক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলতে সোমবার (১৭ মার্চ) দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তার পাশাপাশি আরেক ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও বাংলাদেশে আসার কথা ছিলো।

সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন প্রবাসী তরুণ ফুটবলার। অনুশীলনেও দারুণ খেলেছেন তিনি। কিন্তু তাকে দেশে আনা হয়নি। সৌদি থেকেই ইতালিতে ফেরত পাঠানো হয়েছে তাকে। এ নিয়ে দেশের ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। বাংলানিউজ  

এবার ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি থেকে দেশে ফিরে তিনি বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। 

অথচ ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরাই। তার ইচ্ছাতেই সৌদির ক্যাম্পে রাখা হয়েছিল ১৮ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনে গোলের হ্যাটট্রিক করেছিলেন তিনি। এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ায় হতাশ সমর্থকরা।  

ফাহমিদুলকে বাদ দেওয়ায় দেশের সকল ফুটবল ফ্যানব্যাজ মিলে বাফুফে ভবনের সামনে একত্রিত হয়েছে। আন্দোলতরত সমর্থকদের দাবি, ফুটবলের সিন্ডিকেটের কারণেই ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে। ফেসবুকেও রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। দেশের ফুটবল সমর্থকদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস এবং সাধারণ ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৫টায় বাফুফে ভবন সামনে ‘লং মার্চ টু বাফুফে’ নামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ফুটবলের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্যান্ড উইথ ফাহমিদুল’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদের ঝড় তুলছেন। ফাহমিদুল যোগ্য হওয়ার পরও তাকে দলে নেওয়া হয়নি বলে দাবি আন্দোলনরত সমর্থকদের। হামজা চৌধুরীর সঙ্গে ফাহমিদুল থাকলে দলের শক্তি বহুগুণ বেড়ে যেতো বলে মনে করেন তারা। কোনো ফুটবলারকে দলে নেওয়ার জন্য সমর্থকদের আন্দোলনের এমন নজির বাংলাদেশের ফুটবলে আর নেই।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়