শিরোনাম
◈ খাদ্য আমদানি: প্রয়োজন প্রায় ৮০ লাখ টন, হয়েছে ৪৮ লাখ ◈ ব্যক্তির ছবি থাকছে না নতুন টাকায়, হাতে পাওয়া যাবে যখন (ভিডিও) ◈ সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম ◈ পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি ◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় গণমাধ্যম হামজা চৌধুরীকে নিয়ে কী বলছে? 

স্পোর্টস ডেস্ক : ভারতীয়দের মাঝে বেশ কৌতূহল রয়েছে হামজা চৌধুরীকে নিয়ে। দেশটির একাধিক গণমাধ্যমে এই ফুটবলারের বাংলাদেশে আগমনের খবর প্রকাশ করেছে। এটাকে তারা বাংলাদেশের ফুটবলের জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়েছে।

বাংলাদেশের মাটিতে পা রেখেই দিয়েছেন হুংকার। এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারিয়ে দেবেন, বলে দিয়েছেন নির্দ্বিধায়। লাল-সবুজের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। যাকে ঘিরে দেশের ফুটবলের সুদিন ফেরানোর স্বপ্ন কোটি ভক্তের চোখে। হামজার প্রথম মিশন ২৫ মার্চ। এশিয়ান কাপ বাছাইপর্বে শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকেও। এ ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন তাদের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী। ম্যাচ ভেন্যু শিলংয়ে ক্যাম্প করছে তারা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত।

বাংলাদেশ দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ইন্ডিয়ানরা। হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের খবর প্রকাশিত হয়েছে তাদের একাধিক গণমাধ্যমে। ইএসপিএন ইন্ডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে শোভা পাচ্ছে হামজার হাস্যোজ্জ্বল ছবি। যেখানে দেখা যাচ্ছে, সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছাদখোলা গাড়িতে তারকাকে ঘিরে রেখেছে গণমাধ্যম ও ভক্তরা।

ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেভস্পোর্টজও গুরুত্ব সহকারে লিখেছে হামজাকে নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনকে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তারা। তথ্যসূত্র, সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়