শিরোনাম
◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ◈ দেড় ঘন্টার বেশি সময় পর ট্রাম্প-পুতিন ফোনালাপ সমাপ্ত ◈ হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা ◈ অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় ◈ মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে ◈ ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে লং মার্চের ডাক ◈ ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না ৫ লাখ শিক্ষক-কর্মচারী ◈ অসহায় গ্রামবাসীদের পাশে ফুটবলার হামজা চৌধুরী ◈ নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে গেলো পাকিস্তান ◈ নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম্যাচ বয়কটের হুমকি, রিয়াল কোচ আনচেলত্তিকে লা লিগা সভাপতির খোঁচা

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের ম্যাচের ৬৭ ঘণ্টার মাথায় লা লিগায় খেলতে নেমে সেরাটা দিতে পারেনি এমবাপ্পে-রদ্রিগোরা। তাই ৭২ ঘণ্টার বিশ্রাম না পেলে ম্যাচ বয়টের হুমকি দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তার হুমকি নিয়ে পাল্টা জবাব দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

লা লিগা সভাপতি দাবি করেছেন, রিয়াল মাদ্রিদের জনসংযোগ প্রধান এমিলিও বুত্রাগেনো লেগানেসের বিপক্ষে আগামী ২৯ মার্চের ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ করেছিলেন। লা লিগা মূলত ম্যাচটি বিকেল ৪টা ১৫ মিনিটে (স্প্যানিশ সময়) রাখতে চেয়েছিল, যাতে ১ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের আগে রিয়াল পর্যাপ্ত বিশ্রাম পায়। কিন্তু বুত্রাগেনো অনুরোধ করেন, ম্যাচটি যেন রাত ৯টায় হয়, যাতে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়রা কিছুটা সময় পান। সূত্র: আরটিভি নিউজ

এই প্রসঙ্গে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট পোস্টে খানিকটা ব্যঙ্গ করে তেবাস লেখেন— ‘কার্লো, নিশ্চিতভাবেই তোমার জানা আছে, লা লিগা লেগানেস ম্যাচটি বিকেল ৪টা ১৫মিনিটে রেখেছিল, যাতে সেমিফাইনালের আগে বিশ্রাম পাও। কিন্তু বুত্রাগেনো অনুরোধ করলেন রাত ৯টায় করতে—তোমার অনুমতি নিয়ে, নিশ্চয়ই?

চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১২০ মিনিট  লড়াই করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এর ঠিক ৬৭ ঘণ্টার মাথায় লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এতে এমবাপ্পে-রদ্রিগোদের পারফরম্যান্সে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে।

তাই কার্লো আনচেলত্তি বলেন, আমি মনে করি শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম। ভবিষ্যৎতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়