শিরোনাম
◈ সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম ◈ পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি ◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও) ◈ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে: মার্কিন সিনেটর গ্যারি পিটার্স  ◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মহেন্দ্র সিং ধোনি বললেন, সে দিন আমি বড় ভুল করেছিলাম

স্পোর্টস ডেস্ক : ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শান্তশিষ্ট ধোনি সব সময় শান্ত থাকতে পারেন না। মাঝে মাঝে তার মাথাও গরম হয়। সে রকমই একটি ঘটনার কথা ধোনি নিজেই উল্লেখ করেছেন। আইপিএলে ছয় বছর আগের একটি ঘটনার কথা মনে করিয়ে এই উইকেটকিপার ব্যাটার জানান, বড় ভুল করেছিলেন সেদিন।

২০১৯ সালে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে একটি ম্যাচের কথা উল্লেখ করেছেন ধোনি। সেই ম্যাচের শেষ ওভারে রাজস্থানের বেন স্টোকস একটি স্লোয়ার বল করতে গিয়েছিলেন। তবে বল তার হাত থেকে ফসকে ফুল টস হয়ে কোমরের উচ্চতায় উড়ে এসেছিল। বোলারের প্রান্তের আম্পায়ার ‘নো বল’ ডাকলেও, স্কোয়ার লেগ আম্পায়ার সেই সিদ্ধান্ত খারিজ করে দেন। ওই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে ডাগআউট থেকে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে অনেকক্ষণ তর্ক করেন ধোনি।

ওই ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৮ রান। স্টোকসের করা ওই ওভারের তৃতীয় বলে আউট হয়ে ফেরেন ধোনি (৫৮)। শেষ তিন বলে ৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। মিচেল স্যান্টনারকে করা স্টোকসের চতুর্থ ডেলিভারিটি ছিল ফুল টস, যা উচ্চতার জন্য প্রথমে ‘নো’ বলের সংকেত দেন নন স্ট্রাইক প্রান্তের আম্পায়ার উল্লাস গান্ধে। কিন্তু স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সিদ্ধান্তটি বাতিল করে দেন। ফলে বিভ্রান্তি আর হতাশার সৃষ্টি হয় চেন্নাই শিবিরে।

রোববার (১৬ মার্চ) আইপিএলের ১৮তম আসর শুরুর আগে এক অনুষ্ঠানে সঞ্চালক মান্দিরা বেদির সঙ্গে এক আলাপচারিতায় ওই ঘটনা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন ধোনি। 

তিনি বলেছেন, মেজাজ হারানোর ঘটনা অনেক বারই ঘটেছে। আইপিএলের একটা ম্যাচে আমি হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিলাম। খুব বড় ভুল হয়েছিল ওটা। সেটা ছাড়াও এমন বেশ কয়েকটা উদাহরণ রয়েছে যেখানে আমি কোনও কিছুতে মেজাজ হারিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়