শিরোনাম
◈ হামজা চৌধুরী ৮ নম্বর জার্সি পরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে চান ◈ আদিতমারীতে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখলের চেষ্টা বিএনপি নেতার ◈ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ লাখ লাখ রোহিঙ্গার চোখে এখন স্বদেশে ফিরে যাওয়ার স্বপ্ন ◈ সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা ◈ ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা ◈ ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ◈ বিএনপিকে এক-এগারো’র মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান ◈ ব্যাংকের ঋণের ২৭ শতাংশ দিতে হবে সিএমএসএমই খাতে: কেন্দ্রীয় ব্যাংক ◈ এবার শেখ হাসিনাকে নিয়ে ড. কামাল হোসেনের বিস্ফোরক মন্তব্য!

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলি উচ্ছ্বসিত অলিম্পিকে ক্রিকেট ফেরায়

স্পোর্টস ডেস্ক : ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে আবারও ফিরছে ক্রিকেট। আর ক্রিকেটের এই অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরাট কোহলি। ভারতের এই কিংবদন্তি ব্যাটারের বিশ্বাস, তার উত্তরসূরিরা অলিম্পিকে স্বর্ণ জয়ের জন্য প্রস্তুত থাকবে।

দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় পর আগামী অলিম্পিক গেমসে মাঠে গড়াবে ক্রিকেট। টি-টুয়েন্টি ফরম্যাটে ছেলে ও মেয়েদের বিভাগে মোট ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ১৯০০ সালের অলিম্পিকে সবশেষ ক্রিকেট ইভেন্টটি আয়োজন করা হয়েছিল। অলআউট স্পোর্টস 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০২৩ সালের অক্টোবরে ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। ক্রিকেটের বিশাল জনপ্রিয়তা এবং প্রায় ২৫০ কোটি সমর্থকের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর বর্তমানে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন কোহলি। আগামী শনিবার নতুন মৌসুমের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মাঠে নামবেন তিনি।

মাঠের লড়াইয়ে নামার আগে শনিবার ফ্র্যাঞ্চাইজিটির একটি অনুষ্ঠানে কোহলি বলেন, “আমি যখন খবরটা (অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি) শুনলাম, খুব খুশি হয়েছিলাম। বিশ্বজুড়ে যে পরিমাণ টি-টুয়েন্টি ক্রিকেট খেলা হচ্ছে, বিভিন্ন লিগ এবং বিশেষ করে আইপিএল, তা ক্রিকেটকে অলিম্পিকে জায়গা করে দিতে বড় ভূমিকা রেখেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটার। ফলে বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও কোহলির অলিম্পিকে খেলার সম্ভাবনা নেই। তবে তিনি মজা করে বলেন, যদি আমরা স্বর্ণপদকের জন্য খেলি, তাহলে হয়তো একটা ম্যাচ খেলে মেডেল নিয়ে চলে আসব।

অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া এক অসাধারণ অনুভূতি হবে। এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত হতে পারে এবং আমি নিশ্চিত, আমরা সাফল্যের খুব কাছাকাছি থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়