শিরোনাম
◈ ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ◈ এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন ◈ চুয়েট নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার ◈ নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি ◈ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত : আইন উপদেষ্টা ◈ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান (ভিডিও) ◈ করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের ◈ স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার!

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম্যাচ খেলার পর ৭২ ঘণ্টার বিরতি না পেলে বয়কট করবে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে অনেক ঘাম ফেলতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আতেলতিকো মাদ্রিদেরক বিপক্ষে লড়াই করতে এর ঠিক ৭২ ঘণ্টা পার না হতেই লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে তাদের। সেখানেও ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে দলটাকে।

কম সময়ের মধ্যে খেলার কারণে খেলোয়াড়দের উপর ব্যাপক চাপ পড়েছে। যা মাঠের চিত্রতেই দেখা গেছে। এমনটা যদি আবার হয়, তবে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন দলটির কোচ কার্লোস আনচেলত্তি।  

শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-১ ব্যবধানের জয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। হুয়ান ফয়থের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। পাঁচ মিনিটের মধ্যে আরও একটি গোল করে দলকে জেতান ফরাসি এই তারকা। কিন্তু বিরতির পর দেখা যায় ভিন্ন ছিত্র। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে বসে-শুয়ে পড়তে দেখা যায়।

কারণ ব্যস্ত সূচি। চ্যাম্পয়ন্স লিগে লম্বা সময় লড়াই করার পর ৭২ ঘণ্টা না পেরোতেই মাঠে নামতে হয় তাদের। অথচ ফিফা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ না খেলানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। এবার খেললেও অবশ্য ভবিষ্যত নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।  

ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি মনে করি আজ শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম। ভবিষ্যতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার। 

৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘না, অবশ্যই না। এই ম্যাচ শেষে শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি। রিয়ালের পরবর্তী ম্যাচে আগামী ৩০ মার্চ। ঘরের মাঠে লেগানেসকে মোকাবেলা করবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়