শিরোনাম
◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৪৮ ◈ দেশে এই প্রথম বিরাট অঙ্কের ভার্চুয়াল মুদ্রা জব্দ ◈ ঈদের আগে আবারও বাড়লো  স্বর্ণের দাম, সোমবার থেকে কার্যকর ◈ বাংলাদেশে বিনিয়োগ করবে চীনের সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’: চীনা রাষ্ট্রদূত ◈ 'ধর্ষণ' নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা ◈ আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নও অনলাইনে: এনবিআর ◈ বিএনপি ক্ষমতায় এলে বিগত সরকারের সময়ে হওয়া সব হত্যার বিচার করা হবে: তারেক রহমান  ◈ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না, সত্য নয়: প্রেস উইং ◈ নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে: মির্জা ফখরুল 

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাড়তি ঝুঁকি এড়াতে ব্রাজিলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : তারকা ফুটবলার নেইমার চোটের কারণে দীর্ঘ সময় বাইরে থাকার পর ব্রাজিল দলে ফিরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নতুন চোটের কারণে জাতীয় দলের হয়ে তার মাঠে নামার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। দল থেকে ছিটকে যাওয়ার পর এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, বাড়তি কোনো ঝুঁকি এড়াতে দলের সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৭ মাস পর গত বৃহস্পতিবার কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষণা করা দলে ফেরেন নেইমার।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর মারাত্মক চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই চোট কাটিয়ে আল-হিলালের হয়ে মাঠে ফেরার পর নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। সেখান থেকে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন ৩৩ বছর বয়সী এই তারকা। ধীরে ধীরে ছন্দেও ফিরছিলেন তিনি। দলের হয়ে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেন।

কিন্তু গত ২ মার্চ সান্তোসের হয়ে খেলার সময় নতুন করে পেশির চোট পান নেইমার। এই চোটের কারণে শুক্রবার জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। আর তার বদলে দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিককে।

দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নেইমার লেখেন, “আমার ফেরাটা খুব কাছে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বে বহন করা জার্সিটি এবার পরতে পারব না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার জন্য ঐক্যমতে পৌঁছেছি, যাতে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়