শিরোনাম
◈ যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান! ◈ শিক্ষার্থীদের বহিষ্কার থেকে শুরু করে টিভি চ্যানেল বন্ধ: বাক স্বাধীনতার মার্কিন স্টাইল! ◈ লিবিয়ায় মানবপাচার ও মুক্তিপণ আদায় চক্রের মূল হোতা ফখরুদ্দীন গ্রেপ্তার ◈ এবার পাকিস্তান সম্পর্কে যা বললেন মোদি! ◈ লিভারপুলকে হারিয়ে নিউক্যাসল ৭০ বছর পর ঘরোয়া ফুটবলের শিরোপা জিতলো  ◈ টেনিসের আদলে ৫ বিলিয়ন ডলারের ক্রিকেট লিগ চালু করছে  সৌদি আরব ◈ লাকসামে আওয়ামী লীগ নেতার বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫ ◈ দেশের কোচদের নিয়ে জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান খালেদ মাহমুদ সুজন ◈ কর্মবিরতিতে যাওয়া মেট্রোরেলের স্টাফরা কাজে ফিরেছেন, মেট্রোরেলের কার্যক্রম স্বাভাবিক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুথির ‘হামলা’

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিসিবির কাছে এখনো এনওসি চায়নি নাহিদ-লিটনরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নাহিদ রানা সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি।

আর তাতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে হট কেক ছিলেন নাহিদ রানা। তাকে দলে নেয় পেশোয়ার জালমি। দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। এর মধ্যে লিটন দাসকে দলে ভিরিয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দল পেয়েছেন রিশাদ হোসেনও। তিনি পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। যদিও এই তিন ক্রিকেটারের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের কেউই এখনও অনাপত্তিপত্র বা এনওসির জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইফতার পার্টি ছিল। সেখানে বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা। ইফতার শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ রানা-লিটন দাসদের নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি।

ফারুক আহমেদ বলেন, এখনও তারা কেউ (এনওসির জন্য) এপ্লাই করেনি। আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তারা যখন এপ্লাই করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।

আগামী ১১ এপ্রিল শুরু হবে টুর্নামেন্টের দশম আসর। ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের। এবারের ফাইনালের ভেন্যু লাহোর। ৬ দলের অংশগ্রহণে এটিই শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী বছর থেকে দুটি দল বাড়ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়