শিরোনাম
◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : সিপিডি ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ◈ কী ঘটেছিল সেদিন আছিয়াদের বাড়িতে, জানালেন সারজিস ◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা সর্বকালের সেরা অধিনায়কদের একজন হবেন: এ বি ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : পরপর দুটি আসর জয় করেছে ভারত। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও ঘরে তুলেছে তারা। এই দুই শিরোপা জয়ের মধ্যে ব্যবধান সাত মাস। দুই আসরের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে তুলতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অধিনায়ক হিসেবে প্রায় ৭৪ শতাংশ ম্যাচ জেতার রেকর্ডটাও আছে হিটম্যানের নামের পাশে। এবার রোহিতের প্রশংসায় মাতলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। 

তার মতে, সর্বকালের সেরা একজন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন রোহিত। এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে এই ভারতীয় তারকার।

এবি ডি ভিলিয়ার্স বলেন, বাকি অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার দেখুন, প্রায় ৭৪ শতাংশ। আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে।

তিনি আরও বলেন, আর কেনই বা সে অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর নিজের অবসরের সব গুজব উড়িয়ে দেন রোহিত। জানান, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি।

প্রসঙ্গত, ভারতীয় বেশকিছু গণমাধ্যম বলছে, ২০২৭ বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন রোহিত। সেটি হলে আরও এক আইসিসি ইভেন্টে দলের নেতৃত্বে দেখা যেতে পারে এই তারকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়