শিরোনাম
◈ আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ কৌশলে রাতে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল ◈ মহাকাশচারীরা কত টাকা আয় করেন, যা জানাগেল ◈ যে কারণে স্টারবাকস ৬০৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডেলিভারি ম্যানকে! ◈ প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সির বিকল্প নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ ‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা সর্বকালের সেরা অধিনায়কদের একজন হবেন: এ বি ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : পরপর দুটি আসর জয় করেছে ভারত। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও ঘরে তুলেছে তারা। এই দুই শিরোপা জয়ের মধ্যে ব্যবধান সাত মাস। দুই আসরের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে তুলতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অধিনায়ক হিসেবে প্রায় ৭৪ শতাংশ ম্যাচ জেতার রেকর্ডটাও আছে হিটম্যানের নামের পাশে। এবার রোহিতের প্রশংসায় মাতলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। 

তার মতে, সর্বকালের সেরা একজন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন রোহিত। এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে এই ভারতীয় তারকার।

এবি ডি ভিলিয়ার্স বলেন, বাকি অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার দেখুন, প্রায় ৭৪ শতাংশ। আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে।

তিনি আরও বলেন, আর কেনই বা সে অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর নিজের অবসরের সব গুজব উড়িয়ে দেন রোহিত। জানান, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি।

প্রসঙ্গত, ভারতীয় বেশকিছু গণমাধ্যম বলছে, ২০২৭ বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন রোহিত। সেটি হলে আরও এক আইসিসি ইভেন্টে দলের নেতৃত্বে দেখা যেতে পারে এই তারকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়