শিরোনাম
◈ হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা ◈ দেশবাসীর কাছে নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটির জন্য সেনাবাহিনীর দোয়া প্রার্থনা ◈ রাখাইনকে সহায়তায় বাংলাদেশকে করিডোর দিতে বলল ফোর্টিফাই রাইটস ◈ গণজাগরণ মঞ্চের সেই লাকির বিষয়ে জবি ক্যাম্পাসে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হল ◈ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন ◈ অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই শামীমা বেগম ◈ ‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগ নেতা সাক্ষাৎকার দি‌লেন ভার‌তের এএন আই‌কে (ভিডিও) ◈ সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা ◈ আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো তামিম ইকবালের সেঞ্চুরি, ব্রাদার্সের বিরুদ্ধে মোহামেডানের সহজ জয়

নিজস্ব প্রতিবেদক : যে দলটির পরাজয় দিয়ে শুরু হয়েছিলো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর, সোই মোহামেডান যেনো এখন মুক্তবিহঙ্গের মতো উড়ছে। লিগে তারা টানা তৃতীয় জয় গরে তুলেছে। আবারো শতক হাকালেন অধিনায়ক তামিম ইকবাল খান।

বুধবার (১২ মার্চ) মোহামেডান স্পোর্টং ক্লাব ৯ উইকেটে হারিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ১৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে। জবাবে তামিমের সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ৩২.৫ ওভারেই জয়ের দেখা পায় মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স প্রথম ওভারেই উইকেট হারায়। 

এরপর আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে পড়ে ৪৮.৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য দিতে পারে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল আইচ মোল্লা (৩২)। বল হাতে মোহামেডানের তাইজুল ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। এছাড়া আবু হায়দার ৩টি ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে যায় ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই মিরাজের (২) উইকেট হারায় মোহামেডান। এরপর দ্বিতীয় উইকেটে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বের করে নেন তামিম ও মাহিদুল হাসান অঙ্কন। তামিম হাঁকিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগের ম্যাচে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলা তামিম আজ ১০৫ রান করে অপরাজিত থাকেন। ৯৬ বলে ৪ ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর অঙ্কন ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে মোহামেডান। সমান পয়েন্ট শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ ও দুইয়ে থাকা আবাহনী লিমিটেডেরও। তবে নেট রানরেটে এগিয়ে আছে তারা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়