শিরোনাম
◈ ৬০ মাইল ওপর থেকে মানুষের চেহারা শনাক্ত করবে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ◈ ভিসার উচ্চ চাহিদার কারণে যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস ◈ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ: যা বলছে পুলিশ ◈ গাজীপুরের আবাসিক হোটেলে অভিযান, আট নারীসহ ৯ জনকে আটক ◈ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ‘কিল সুইচ’! ◈ বিমানবন্দরের নিরাপত্তায় হচ্ছে বিশেষ বাহিনী ◈ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি ◈ বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ◈ দুই বিলিয়ন পাউন্ডে ১ লাখ আসনের স্টেডিয়াম নির্মাণ করবে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর, গোলাপি বলের ম্যাচটি দিবা-রাত্রির

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে হতে যাওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে মধ্যে ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২০২৭ সালের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গোলাপি বলের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৮৭৭ সালে এমসিজিতেই ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।  অলআউট স্পোর্টস

এর আগে ১৯৭৭ সালে দু’দলের মধ্যে শতবর্ষী টেস্ট আয়োজন করা হয়েছিল। প্রথম টেস্টের মতো সেই ম্যাচেও ৪৫ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দেড়শ বছর পূর্তি উপলক্ষে এমসিজিতে প্রথমবারের মতো ছেলেদের গোলাপি বলের টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের একটি বড় কারণ অস্ট্রেলিয়ার দর্শকদের উপস্থিতি বাড়ানো। তাছাড়া এই ফরম্যাট বিশ্বব্যাপী টিভি দর্শকদের জন্যও সুবিধাজনক হবে। বিশেষ করে ইংল্যান্ডের দর্শকরা স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পর ম্যাচের শেষ সেশন দেখতে পারবেন।

২০২৭ সালে এমনিতেই ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ডিসেম্বর-জানুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এরপর ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে দেশটি, যা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি খেলতে দেশে ফিরবে তারা। এই টেস্ট চলার সময় সে বছরের আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে।

তবে ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না। কিন্তু অস্ট্রেলিয়া যদি ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে, তাহলে সেই ম্যাচটি তারা জুনে খেলবে। এরপর ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলবে অজিরা। এছাড়াও অক্টোবর-নভেম্বরে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়