শিরোনাম

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাইপর্ব : আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

ব্রাজিল নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। ২৫ রানে জিতেছে ব্রাজিল।

বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে যাবে স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে সেই পথের দিকে প্রথম পদক্ষেপ দিয়ে রাখল ব্রাজিলের নারী ক্রিকেট দল।

ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া ব্রাজিল পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে করে ৬৯ রান। রান তাড়ায় ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারী দল। যদিও শুরুটা খারাপ ছিল না আর্জেন্টিনার। দলটি দুই ওপেনার আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) ৫.২ ওভারেই তুলে ফেলেছিলেন ২২ রান।

ব্রাজিলের নিকোল মন্তেইরো লোয়োকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলতেই ধসের সূচনা। ঠিক পরের বলেই ব্রাজিল পেসারের বলে বোল্ড মারিয়া কাস্তিনেইরাস। পরের ওভারে কারোলিনা নাসিমেন্তো যখন আরেক ওপেনার গালানকেও বোল্ড করলেন আর্জেন্টিনার স্কোর ২২/৩। এরপর অবশ্য অলআউট হওয়ার আগে আরও ২২ রান যোগ করতে পারে আর্জেন্টাইনরা।

মন্তেইরো ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর্জেন্টিনার দুই ওপেনারের রানই দলটির ইনিংসে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে ১৭ মার্চ।

দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ রানে হারিয়েছে কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়