শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাইপর্ব : আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

ব্রাজিল নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। ২৫ রানে জিতেছে ব্রাজিল।

বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে যাবে স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে সেই পথের দিকে প্রথম পদক্ষেপ দিয়ে রাখল ব্রাজিলের নারী ক্রিকেট দল।

ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া ব্রাজিল পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে করে ৬৯ রান। রান তাড়ায় ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারী দল। যদিও শুরুটা খারাপ ছিল না আর্জেন্টিনার। দলটি দুই ওপেনার আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) ৫.২ ওভারেই তুলে ফেলেছিলেন ২২ রান।

ব্রাজিলের নিকোল মন্তেইরো লোয়োকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলতেই ধসের সূচনা। ঠিক পরের বলেই ব্রাজিল পেসারের বলে বোল্ড মারিয়া কাস্তিনেইরাস। পরের ওভারে কারোলিনা নাসিমেন্তো যখন আরেক ওপেনার গালানকেও বোল্ড করলেন আর্জেন্টিনার স্কোর ২২/৩। এরপর অবশ্য অলআউট হওয়ার আগে আরও ২২ রান যোগ করতে পারে আর্জেন্টাইনরা।

মন্তেইরো ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর্জেন্টিনার দুই ওপেনারের রানই দলটির ইনিংসে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে ১৭ মার্চ।

দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ রানে হারিয়েছে কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়