শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১০:১৪ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ক্রিকেটার চাহালের সঙ্গে কে এই রহস্যময় তরুণী

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের অন্যতম স্পিনার যুজবেন্দ্র চাহালের একমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরপর সঙ্গীও তিনি খুঁজে পেয়েছেন। রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে খুশি মনে খেলা উপভোগ করতে দেখা যায় চাহালকে। তবে তার সঙ্গী ছিলেন এক রহস্যময় তরুণী, যিনি দ্রুতই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে আসেন।

নতুন নারী সঙ্গীকে নিয়ে খেলা দেখার মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ট্রলের শিকার হন চাহাল। অনেকের মনেই প্রশ্ন জেগেছে কে এই সুন্দরী? চাহাল ও তার সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মার সম্পর্কের টানাপোড়েনের সময়ই আলোচনায় আসে আরজে মাহভাশের নাম। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম সে সময় দাবি করেছিল, চাহাল ও মাহভাশ একে অপরকে ডেট করছেন। তবে মাহভাশ সরাসরি সে খবর উড়িয়ে দিয়েছিলেন। -গালফ নিউজ

এবার আর কোনো গুঞ্জন নয়, সরাসরি ক্যামেরাতেই ধরা দিলেন তারা। ফাইনাল ম্যাচের পর মাহভাশ নিজের ইনস্টাগ্রামেও একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দেখা যায় চাহালের পাশে বসে আছেন তিনি। ভিডিওতে তাদের কথোপকথনের মুহূর্তও স্পষ্ট হয়েছে। পোস্টের ক্যাপশনে মাহভাশ লেখেন, “বলেছিলাম না, জিতে ফিরব! আমি ভারতীয় দলের জন্য শুভ শক্তি।

কী করেন মাহভাশ?

আরজে মাহভাশের জন্ম ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে। পেশায় তিনি একজন ইউটিউবার ও রেডিও জকি। তিনি মূলত প্রাঙ্ক ভিডিও তৈরি করেন এবং শিক্ষাবিষয়ক নানা বিষয় নিয়ে কথা বলেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর করেন। ইউটিউবের পাশাপাশি মাহভাশ ভারতের জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও মিরচি ৯৮.৩ এফএম-এ কাজ করেছেন এবং রিয়েলিটি শো বিগ বস-এর সঙ্গেও যুক্ত ছিলেন।

সম্পর্কের সূত্রপাত যেভাবে: মূলত ২০২৪ সালের ক্রিসমাস পার্টির একটি পোস্ট থেকেই চাহাল-মাহভাশের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পার্টিতে চাহাল ও মাহভাশকে একসঙ্গে দেখা যায়, যেখানে আরও কয়েকজন বন্ধু হাসিমুখে তাদের সঙ্গে ছবি তুলছিলেন। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে তখন মাহভাশ এ গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘এটি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা।’ কিন্তু এবার কোনো লুকোচুরি নেই, প্রকাশ্যেই চাহালের সঙ্গে সময় কাটাচ্ছেন মাহভাশ। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়