নিজস্ব প্রতিবেদক: প্রথম রাউন্ডের পর এবার তৃতীয় রাউন্ডেও দুর্দান্ত পারফরম করলো লিজেন্ড অব রূপগঞ্জ। এই রাউন্ডেও ১০ উইকেটে জয়ের দেখা পেলো। সোমবারের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম রাউন্ডের খেলায়ও তারা ১০ উইকেটে জিতেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে জিততে পারেনি রূপগঞ্জ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। জবাবে ৯.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। দুই ইনিংস মিলিয়ে ফল হওয়া ম্যাচে খেলা হয়েছে কেবল ৩৫.২ ওভার। রূপগঞ্জের এই জয়ের নায়ক স্পিনার তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনার ৭ ওভারে ১ মেডেনে ১৫ রানে ৩ উইকেট নেন। ৩ উইকেট পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজাও। ২৮ রানে তার শিকার ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট নেন শেখ মেহেদী।