স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস, বেলিংহ্যাম ও রদ্রিগো। বার্সেলোনায় ইয়ামাল, রাফিনহা, লেওয়ান্ডোভস্কি ও পেদ্রিদের মতো প্লেয়াররা খেলেন, ম্যানচেস্টার সিটিতেও তো নামিদামি তারকা কম নয়, তাদের বেতনসংক্রান্ত ব্যয় বেশি হতেই পারে। এমনটা ভাবলে সেই ধারনা নির্ঘাত ভুল। যে নামটি হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি, সেই পিএসজি বেতন বাবদ ব্যয়ে শীর্ষে।
ইউরোপে মৌসুম অনুযায়ী বেতন বাবদ ব্যয়ে পিএসজির খরচ ৬৫৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রার হিসাবে যা ৮ হাজার ৬৭৩ কোটি টাকা। তাদের চেয়ে ১০০ মিলিয়ন ইউরো কম অর্থাৎ ৫৫৮ মিলিয়ন ইউরো বেতন দিয়ে দুইয়ে অবস্থান ম্যানচেস্টার সিটির। সময়নিউজ
তিন ও চারে যথাক্রমে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অবস্থান। ২০২৩-২৪ মৌসুমকে আমলে নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ এই তালিকা প্রকাশ করেছে।
রিয়াল মাদ্রিদ বেতন দিয়েছে ৫০৫ মিলিয়ন ইউরো। চারে জায়গা পাওয়া বার্সেলোনার খরচ ৪৭৬ মিলিয়ন ইউরো। এই তালিকার পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে ইংলিশ ক্লাব লিভারপুল ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ৪৪৯ ও ৪৩০ মিলিয়ন ইউরো বেতন বাবদ গুনতে হয়েছে এই দুই ক্লাবকে।
পরের চারটি নামই ইংলিশ ক্লাবের। ম্যানচেস্টার ইউনাইটেড ৪২৯ মিলিয়ন ইউরো, চেলসি ৩৯৫, আর্সেনাল ৩৮১ ও অ্যাস্টন ভিলা বেতনের পেছনে ২৯২ মিলিয়ন ইউরো খরচ করেছে।