শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৯:৩৪ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী দল ছিলো চেলসির

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ক্লাব দল ট্রান্সফার ফির দিক দিয়ে ২০২৪ সালে ইউরোপের ইতিহাসের সবচেয়ে দামী দল গড়েছিলো। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। উয়েফার দ্য ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ অর্থ বছরে দল তৈরির পেছনে মোট ১৬৫ লাখ ৬০ ইউরো ব্যয় করে চেলসি।

এর আগে এক মৌসুমে দল গঠনে সবচেয়ে বেশি ব্যয়ের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০২৩ সালে এই ইংলিশ ক্লাবটি দল গঠনে ১৪২ কোটি ইউরো খরচ করেছিল। তার আগে ২০২০ সালে ১৩৩ কোটি ইউরো ব্যয়ে দল তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ।

২০২২ সালের মালিকানা পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ৪১জন ফুটবলারকে দলে নিয়েছে চেলসি। কিন্তু মাঠের পারফরম্যান্সে উন্নতির কোনো ছাপ চোখে পড়েনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তালিকার ছয় নম্বরে থেকে শেষ করেছিল তারা। চলতি মৌসুমে বর্তমানে দলটি আছে তালিকার পঞ্চম স্থানে।
ইউরোপের শীর্ষ লিগগুলো পর্যালোচনা করে প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে আয়ের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে রিয়াল। সে বছর স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটির আয় ছিল ১০৭ কোটি ৩০ লাখ ইউরো।

দুইয়ে থাকা সিটির আয় ৮৫ কোটি ৪০ লাখ ইউরো। পরের অবস্থানে থাকা ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি আয় করে ৮০ কোটি ৮০ লাখ ইউরো। মাঠের পারফরম্যান্সে ছন্নছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ৭৭ কোটি ১০ লাখ ইউরো আয় করে আছে চতুর্থ স্থানে। পাঁচে থাকা বায়ার্ন মিউনিখের আয় ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
ইউরোপের ক্লাবগুলোর মধ্যে আয়ের দিক দিয়ে শীর্ষ ২০ দলের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আছে ৯টি। ইংলিশ ক্লাবগুলোর গড় আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ইউরো। প্রিমিয়ার লিগের সব ক্লাবের সম্মিলিত আয় আনুমানিক ৭১৫ কোটি ইউরো।

স্পেনের লা লিগার ক্লাবগুলোর সম্মিলিত আয় ছিল ৩৭০ কোটি ইউরো। জার্মানির বুন্ডেসলিগার ক্লাবগুলো ৩৬০ কোটি, ইতালির সেরি আর ক্লাবগুলো ২৯০ কোটি ও ফরাসি লিগের ক্লাবগুলো ২৪০ কোটি ইউরো করে আয় করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়