শিরোনাম
◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও) ◈ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ, ফিরতি ২৪ মার্চ ◈ যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো: তথ্য উপদেষ্টা ◈ সোমবার নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি ◈ ছাত্রদলের প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম ◈ টাকার জন্য খেলে পাকিস্তান, শিরোপার জন্য খেলে ভারত: মোহাম্মদ হাফিজ ◈ নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, দ্রুত বিচার দাবি ◈ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫  ◈ বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত ◈ ‘মনে হচ্ছে বিশ্ব আমাদের না খেয়ে মারতে চাইছে’, রোহিঙ্গাদের আঁকুতি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ডোনাল্ড ট্রাম্প ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্কফোর্স গঠন করলেন 

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আরও আছে কানাডা ও মেক্সিকো।

শুক্রবার গঠন করা এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। এটি মূলত বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা ও পরিকল্পনা সমন্বয় করবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে কেন্দ্র করে আয়োজক দেশগুলোতে কোটি দর্শক ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে। - অলআউট স্পোর্টস

ট্রাম্পের বাণিজ্যনীতি ও শুল্ক আরোপের হুমকির কারণে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দুই আয়োজক কানাডা ও মেক্সিকোর মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। তবে আয়োজক দেশগুলোর মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিফার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিশ্বকাপে একাধিক ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। আমি মনে করি, এটি (বিশ্বকাপ) আরও রোমাঞ্চকর করে তুলবে।

উত্তেজনা ভালো বিষয়। আমাদের দেশের জন্য এটি একটি বড় সম্মানের বিষয়। টাস্কফোর্স গঠনের উদ্দেশ্য হিসেবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই টুর্নামেন্টে আসা প্রতিটি দর্শক যাতে নিরাপদে, আনন্দের সঙ্গে এবং বিশেষ কিছু অনুভব করে, সেটাই নিশ্চিত করবে টাস্কফোর্স।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে তিনটি দেশ মিলিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বোচ্চ ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, ১৩টি করে ম্যাচ আয়োজন করবে মেক্সিকো ও কানাডা। আগামী বছরের ১১ জুন শুরু হতে যাওয়া আসরে প্রতিদিন সর্বোচ্চ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়