শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চেক বাউন্স মামলায় শেবাগের ভাই গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের ভাই বিনোদ শেবাগকে ৭ কোটি রুপির চেক বাউন্স মামলায় গ্রেফতার করেছে চন্ডীগড় পুলিশ। স্থানীয় আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মামলাটি বিনোদ শেবাগ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানির সঙ্গে সম্পর্কিত। তিনি ছাড়া এই ইস্যুতে আরও দুইজনের বিরুদ্ধে ইনস্ট্রুমেন্টস আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। হিমাচল প্রদেশের শ্রী ন্যায়না প্লাস্টিক ফ্যাক্টরির মালিক কৃষ্ণ মোহন দিল্লী পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন। 

মূলত কৃষ্ণ মোহনের প্রতিষ্ঠান থেকে জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি কিছু পণ্য কিনেছিল। পেমেন্ট হিসেবে ৭ কোটি রুপির একটি চেক দিয়েছিল জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি। তবে মানিমাজরার ওরিয়েন্টাল ব্যাংকে সেই চেক দেয়ার পরে জানা যায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করেছে।
 টাকা না পাওয়ায় মোহন মামলা করেন। ২০২২ সালে এই বিনোদ এবং তার দুই পার্টনারকে পলাতক ঘোষণা করে আদালত এবং কোর্টে হাজিরা না দেয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে মামলাও দিতে বলা হয় পুলিশকে।  
 আগামী ১০ মার্চ বিনোদের আদালতে হাজিরা দেয়ার কথা। তবে তিনি জামিনের জন্য আবেদন করেছেন। এখন পর্যন্ত ১৭৪টি চেক বাউন্স মামলায় ফেঁসেছেন বিনোদ। এর মধ্যে ১৩৮টিতেই জামিনের জন্য আবেদন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়