শিরোনাম
◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও) ◈ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ, ফিরতি ২৪ মার্চ ◈ যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো: তথ্য উপদেষ্টা ◈ সোমবার নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি ◈ ছাত্রদলের প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম ◈ টাকার জন্য খেলে পাকিস্তান, শিরোপার জন্য খেলে ভারত: মোহাম্মদ হাফিজ ◈ নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, দ্রুত বিচার দাবি ◈ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫  ◈ বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত ◈ ‘মনে হচ্ছে বিশ্ব আমাদের না খেয়ে মারতে চাইছে’, রোহিঙ্গাদের আঁকুতি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১২:২৭ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী ১৪ জুন ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু, প্রাইজমানি ১ বিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ প্রথমবার বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করছে। ৩২ দলের মাসব্যাপি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সামনের বছরের ফিফা বিশ্বকাপ সামনে রেখে কতটা প্রস্তুত মার্কিনিরা তার একটা নিরীক্ষাও ক্লাব বিশ্বকাপ দিয়ে করে নিচ্ছে ফিফা।

তবে নিরীক্ষার হোক কিংবা উদ্দেশ্য থাকুক ভিন্ন কিছু। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি চোখ কপালে তুলবে সবার। এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে ১ বিলিয়ন ডলার ব্যয় করবে ফিফা। আর আয়ের লক্ষ্যমাত্রা ২ বিলিয়ন ডলার। তবে এখান থেকে ১ ডলারও মুনাফা করার লক্ষ্য নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। সময়নিউজ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সবার প্রথমে বলতে চাই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে আমাদের ১ ডলারও মুনাফা করার কোনো পরিকল্পনা নেই। যা আয় হবে তার পুরোটাই খরচ করা হবে। প্রাইজমানি হিসেবে আমরা ব্যয় করবো ১ বিলিয়ন ডলার। যা রেশিও অনুযায়ী ভাগ হবে ৩২ দলের মাঝে। পুরো আসরে আমাদের ২ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য।

৩২ দলের ক্লাব বিশ্বকাপে যারা জায়গা করেছেন তাদের সবাই পাবে প্রাইজমানির অংশ। যারা সুযোগ পায়নি তাদেরও বঞ্চিত করছে না ফিফা। সলিডিরিটির অংশ হিসেবে বিশ্বের সব ক্লাবের মাঝে বিতরণ করা হবে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। সামগ্রিকভাবে সব ক্লাবের উন্নয়নের জন্যই এই বরাদ্দ বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইনফান্তিনো বলেন, আমরা চাই শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের ক্লাব ফুটবলের উন্নয়ন। এ জন্য চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে ফিফার। তাছাড়া ক্লাবগুলোও যাতে আগ্রহী হয় তার ব্যবস্থাও আমরা করছি। এই ক্লাব বিশ্বকাপের আয় থেকে ২৫০ মিলিয়ন ডলার আমরা বিতরণ করব পুরো বিশ্বের ক্লাবের মাঝে। আগামী ১৪ জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। মাসব্যাপি এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটনসহ মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়