শিরোনাম
◈ প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে: ইসি সানাউল্লাহ ◈ আইন করে ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার নিশ্চিত করতে পারবে সরকার?  ◈ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের জয়, আবারও রোনালদোর গোল ◈ আ.লীগের ৪৫ হাজার নেতাকর্মী ভারতে, নেপথ্যে তৃণমূল-বিজেপির রাজনীতি! ◈ অক্সিলারি ফোর্স : বেতনহীন ‘ক্ষমতাবান' ◈ পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩ ◈ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার ◈ যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানিরা! ◈ আমাদের মনে রাখতে হবে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ ◈ আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে নিষিদ্ধ চেয়ে  আইসিসিকে হিউম্যান রাইটসের চিঠি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ফুটবলের (২০২৬) ফাইনালে থাকবে ‘হাফটাইম শো’

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের (২০২৬) ১৯ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রথমবার থাকছে একটি সুপার বোল স্টাইলের হাফটাইম শো। কারও কাছে এটি ফুটবলের আধুনিকায়ণের প্রতীক, আবার কেউ একে দেখছেন খেলার আসল রোমাঞ্চ থেকে মনোযোগ সরানোর অপ্রয়োজনীয় প্রচেষ্টা হিসেবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে থাকবে এক অনন্য চমক একটি সুপার বোল-স্টাইল হাফটাইম শো! মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ফুটবল ও বিনোদনের অনন্য সংমিশ্রণ দেখা যাবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যমুনানিউজ
ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম হলেও দুই অঙ্গরাজ্যের টানাপোড়েন নিরসনে পরিবর্তন আনা হয়েছে সেই নামেও। বিশ্বকাপ সময়কালীন মেটলাইফ স্টেডিয়ামকে ডাকা হবে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে। এই স্টেডিয়ামেই ফাইনালে প্রথমার্ধের বিরতিতে মঞ্চ মাতাবেন তারকা শিল্পীরা।

ফিফা সভাপতি বলেন, আমি এটা নিশ্চিত করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ফাইনালের শো হবে নিউইয়র্কের নিউ জার্সিতে। এটা হবে ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান হবে।

তিনি আরও বলেন, ব্রোঞ্জ ফাইনাল ও ফাইনালের সময় ফিফা কীভাবে টাইমস স্কয়ারের দায়িত্ব নেবে, সে ব্যাপারেও আমরা কথা বলেছি। দুটি দুর্দান্ত ম্যাচ হবে, যেখানে বিশ্বের কয়েকজন সেরা খেলোয়াড় থাকবে। নিউইয়র্ক নগরীর ঐতিহাসিক টাইমস স্কয়ারে উদযাপনের ব্যবস্থা করার চেয়ে ভালো আর কী হতে পারে। ফিফা আন্তর্জাতিক শিক্ষা ও অ্যাডভোকেসি সংস্থা গ্লোবাল সিটিজেন এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে মিলে এই হাফটাইম শো আয়োজন করবে।

উল্লেখ্য, মঞ্চ সাজাতে ও সরাতে ৩০ মিনিটের বিরতি দেয়া হয়েছিল সর্বশেষ সুপার বোলে। ফুটবলে সাধারণত থাকে ১৫ মিনিট বিরতি তবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে বিরতির সময় বাড়ানো হবে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়