শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ফুটবলের (২০২৬) ফাইনালে থাকবে ‘হাফটাইম শো’

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের (২০২৬) ১৯ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রথমবার থাকছে একটি সুপার বোল স্টাইলের হাফটাইম শো। কারও কাছে এটি ফুটবলের আধুনিকায়ণের প্রতীক, আবার কেউ একে দেখছেন খেলার আসল রোমাঞ্চ থেকে মনোযোগ সরানোর অপ্রয়োজনীয় প্রচেষ্টা হিসেবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে থাকবে এক অনন্য চমক একটি সুপার বোল-স্টাইল হাফটাইম শো! মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ফুটবল ও বিনোদনের অনন্য সংমিশ্রণ দেখা যাবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যমুনানিউজ
ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম হলেও দুই অঙ্গরাজ্যের টানাপোড়েন নিরসনে পরিবর্তন আনা হয়েছে সেই নামেও। বিশ্বকাপ সময়কালীন মেটলাইফ স্টেডিয়ামকে ডাকা হবে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে। এই স্টেডিয়ামেই ফাইনালে প্রথমার্ধের বিরতিতে মঞ্চ মাতাবেন তারকা শিল্পীরা।

ফিফা সভাপতি বলেন, আমি এটা নিশ্চিত করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ফাইনালের শো হবে নিউইয়র্কের নিউ জার্সিতে। এটা হবে ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান হবে।

তিনি আরও বলেন, ব্রোঞ্জ ফাইনাল ও ফাইনালের সময় ফিফা কীভাবে টাইমস স্কয়ারের দায়িত্ব নেবে, সে ব্যাপারেও আমরা কথা বলেছি। দুটি দুর্দান্ত ম্যাচ হবে, যেখানে বিশ্বের কয়েকজন সেরা খেলোয়াড় থাকবে। নিউইয়র্ক নগরীর ঐতিহাসিক টাইমস স্কয়ারে উদযাপনের ব্যবস্থা করার চেয়ে ভালো আর কী হতে পারে। ফিফা আন্তর্জাতিক শিক্ষা ও অ্যাডভোকেসি সংস্থা গ্লোবাল সিটিজেন এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে মিলে এই হাফটাইম শো আয়োজন করবে।

উল্লেখ্য, মঞ্চ সাজাতে ও সরাতে ৩০ মিনিটের বিরতি দেয়া হয়েছিল সর্বশেষ সুপার বোলে। ফুটবলে সাধারণত থাকে ১৫ মিনিট বিরতি তবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে বিরতির সময় বাড়ানো হবে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়