শিরোনাম
◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও) ◈ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ, ফিরতি ২৪ মার্চ ◈ যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো: তথ্য উপদেষ্টা ◈ সোমবার নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি ◈ ছাত্রদলের প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম ◈ টাকার জন্য খেলে পাকিস্তান, শিরোপার জন্য খেলে ভারত: মোহাম্মদ হাফিজ ◈ নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, দ্রুত বিচার দাবি ◈ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫  ◈ বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত ◈ ‘মনে হচ্ছে বিশ্ব আমাদের না খেয়ে মারতে চাইছে’, রোহিঙ্গাদের আঁকুতি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে আইসিসির উপর ক্ষোভ ঝাড়লেন ডেভিড মিলার

স্পোর্টস ডেস্ক : ভারতকে সুবিধা দিতে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সূচিতে লেজেগোবরে করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি। সূচি জটিলতায় দ্বিতীয় সেমিফাইনালের আগে ভ্রমণ ক্লান্তি সঙ্গী ছিল দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানে ম্যাচ শেষ করে দুবাইয়ে যাওয়ার পর সেখানে একদিন না যেতেই আবারও দেশটিতে ফিরতে হয়েছিল প্রোটিয়াদের। নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সূচি নিয়ে আইসিসির ওপর ক্ষোভ ঝেড়েছেন ডেভিড মিলার।

বুধবার লাহোরে দ্বিতীয় সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের দেওয়া ৩৬৩ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা ম্যাচ হারে ৫০ রানে। ৬৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলের পরাজয়ের ব্যবধানটা কমাতে পারেন মিলার।

টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানে গিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানানোয় হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হচ্ছে। রোহিত শর্মার দল সেমিফাইনাল ও ফাইনালসহ সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

প্রথম সেমিফাইনালের ভেন্যু দুবাই হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলে দুবাইয়ে পাড়ি জমায়, যেন তারা সেমি-ফাইনালের প্রস্তুতি নিতে পারে। তবে ভারতের গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডকে হারানোর পর শেষ চারে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। অন্যদিকে দ্বিতীয় সেমি-ফাইনাল খেলতে আবারও পাকিস্তানে ফিরতে হয় প্রোটিয়াদের।

সেই ম্যাচ শেষে মিলার বলেন, যদিও ফ্লাইটটি মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের ছিল, তবুও এটি আমাদের জন্য মোটেও আদর্শ পরিস্থিতি ছিল না। খেলা শেষ করে ভোরে আমাদের উড়াল দিতে হলো। দুবাই পৌঁছালাম বিকেল ৪টায়। পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে আবার ফিরতে (পাকিস্তানে) হলো। এমন না যে আমরা পাঁচ ঘণ্টা বিমানে ছিলাম এবং ধকল কাটাতে পর্যাপ্ত সময় পেয়েছিলাম। তবে এটা মোটেও আদর্শ পরিস্থিতি ছিল না।

টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। তবে শিরোপা লড়াইয়ে নিউ জিল্যান্ডকেই এগিয়ে রাখছেন মিলার। দুর্দান্ত এক ফাইনালের অপেক্ষায় থাকা এই বাঁহাতি ব্যাটার বলেন, সত্যি বলতে, আমি নিউ জিল্যান্ডের পক্ষেই সমর্থন জানাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়