ভারতের কিংবদন্তি ফুটবলার সুনিল ছেত্রি অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরে এসেছেন। চলতি মাসে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের বিপক্ষে খেলবেন। বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে খেলার জন্য তাকে আবারও দলে রাখা হয়েছে।
ভারতীয় ফুটবল দল পক্ষ থেকে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, মার্চে ফিফা উইন্ডোতে অধিনায়ক ও কিংবদন্তি ছেত্রী ভারতের হয়ে খেলবেন।
ভারতীয় গণমাধ্যম অবশ্য আগেই খবর দিয়েছিল ছেত্রি ফেরার। আন্তর্জাতিক ফুটবলে তিনি ভারতের অনেক সাফল্যের নায়ক। তার অনুপস্থিতি ছিলো বাংলাদেশের জন্য স্বস্তির। তবে সেই স্বস্তি আর থাকছে না।
ভারতের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছেত্রি। তার ৯৪ গোল আন্তর্জাতিক ফুটবলেও চতুর্থ সর্বোচ্চ। এই রেকর্ডে তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলি দাই।
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল খেলে যাচ্ছিলেন ৪০ পেরুনো তারকা। ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির হয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ ১২ গোল করেন তিনি। ছেত্রীর অবসরের ধাক্কায় ভারতীয় দল আক্রমণভাগে ভুগছিলো। সাবেক তারকা বাইচুং ভুটিয়াও মনে করছিলেন এই অবস্থায় ছেত্রির ফেরা উচিত।
শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর।