শিরোনাম
◈ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও ◈ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অনেক কষ্টে পিএসজিকে হারালো লিভারপুল 

স্পোর্টস ডেস্ক : মাঠ জুড়ে দাপট দেখালো প্যারিস সেন্ট জার্মেই- পিএসজি। আর ম্যাচ জিতলো লিভারপুল। গোলমুখে ২৭টি শট করেছে পিএসজি। তবে গোলকিপার আলিসনের কাছে পরাস্ত তারা। অন্যদিকে খেলা শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে হার্ভি এলিয়টের অন টার্গেটে শট, আচমকা গোল। আলিসনের বীরত্বের পর ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় নিয়ে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে ফরাসি ক্লাবের একটি গোল বাতিল হওয়ার পর থেকে আলিসন গোলমুখে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন।  যমুনানিউজ

ব্রাজিলিয়ান এই ‘বাজপাখি’ একের পর এক গোল না ঠেকালে ম্যাচটা প্রথমার্ধেই হেরে যেত লিভারপুল। ৫-৬টি দুর্দান্ত সেভ দিয়েছেন, সব মিলিয়ে ৯টি গোল বাঁচিয়েছেন আলিসন। যা চ্যাম্পিয়নস লিগে কোনো লিভারপুল গোলরক্ষকের সর্বোচ্চ। পাশাপাশি ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো ব্রাজিলিয়ান গোলরক্ষকেরও সর্বোচ্চ।

তবে ম্যাচের শেষবেলায় এসে আলো সব নিজের দিকে নিয়েছেন এলিয়ট। ৮৬তম মিনিটে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে নামেন তিনি। নেমেই গোল, অবশ্য এখানেও বড় অবদান আলিসনেরও। উঁচু করে শট নেন তিনি। নুনেস বল নিয়ন্ত্রণে নিয়ে পাস দেন বক্সে, ছুটে গিয়ে শট নেন এলিয়ট। যা গোলরক্ষক ডোনারুম্মার হাতে লেগে জালে জড়ায়। আর উল্লাসে মেতে ওঠে লিভারপুল শিবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়