শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ক্রিকেটার স্বামীর অবসর নিয়ে ফেসবুকে স্ত্রীর প্রচারণা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বলে ‘থুতু’ ব্যবহারের দাবি ভারতীয় ক্রিকেটার শামির

স্পোর্টস ডেস্ক : আগে বলে থুতু ব্যবহারের অনুমতি ছিল ক্রিকেটে। সেটা করোনা মহামারির আগে। তবে মরণঘাতি এই ভাইরাসের আক্রমণের পর প্রথমে সাময়িকভাবে ও পরবর্তীতে স্থায়ীভাবে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

যদিও বলে আবারও থুতুর ব্যবহার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। থুতু ব্যবহার করতে না পারায় প্রয়োজন অনুযায়ী রিভার্স সুইং করাতে পারছেন না বলেও জানিয়েছেন ভারতের এই পেসার। তাই আইসিসিকে পুরনো নিয়ম আবারও ফিরিয়ে আনার অনুরোধ করেছেন তিনি।

ভারতের এই পেসার গণমাধ্যমকে বলেছেন,  আমরা (পেসাররা) রিভার্স সুইং করাতে চাই। কিন্তু বলে থুতু ব্যবহারের সুযোগ তো নেই। আমরা প্রতিনিয়ত থুতু ব্যবহারের সুযোগের আবেদন করে আসছি। সেটা পাওয়া গেলে রিভার্স সুইং চমৎকার হয়ে উঠবে।

ক্রিকেটাররা এখনও থুতুর পরিবর্তে শরীরের ঘাম ব্যবহার করতে পারেন। সাধারণত বল পুরনো হয়ে গেলে বলের একপাশ উজ্জ্বল রাখতে সাধারণত থুতু ব্যবহার করতেন পেসাররা। এ ছাড়া জার্সি বা ট্রাউজারে বল ঘষেও একপাশ উজ্জ্বল করতে দেখতে দেখা যায় ক্রিকেটারদের।

সেই নিয়ম এখনও কার্যকর আছে ক্রিকেটে। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই পুরনো নিয়মের অভাব বোধ করছেন শামি। অবশ্য থুতু ব্যবহার না করেই ভারতের এই পেসার ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন। ভারতের হয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেট নেয়া এই পেসার এক বছর মাঠের বাইরে ছিলেন।

চোট থেকে ফিরেই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছেন শামি। অভিজ্ঞ পেসার জসপ্রিত বুমরাহর অনুপস্থিতি ভারতকে বুঝতেই দিচ্ছেন না তিনি। নিজের বোলিং নিয়ে শামি বলেন, আমি ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। দলে যখন দুজন পরিপূর্ণ পেসার না থাকে, তখন তো বাড়তি দায়িত্ব কাঁধে নিতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়