স্পোর্টস ডেস্ক : গত দুই ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার পারফরমেন্স ছিলো আর্সেনালের। ব্যর্থতা ভুলে তারা এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে উচ্ছ্বাসে ভাসলো। ফিলিপস স্তাদিওন স্টেডিয়ামে গোল ফেস্টের রাতে পিএসভি আইন্দহোফেনকে ৭-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
ম্যাচের ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে লিড নেয় গানার্সরা। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। এরপর ৩১ মিনিটে স্কোরলাইন ৩-০। এবারের গোলটি করেন মিকেল মেরিনোর। প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে পিএসভিকে গোল এনে দেন নোয়া লাং।
এরপর ৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৪৫ মিনিটে আরও চার গোল করে গানার্সরা। স্কোর শিটে নাম তোলেন ওডেগার্ড ও ট্রোসার। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ওডেগার্ড। আর পিএসভির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিকার্দো ক্যালাফিওরি। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়লো মিকেল আর্তেতার দল।