শিরোনাম
◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর  ◈ রমজানের তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া ◈ ৪২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে কোচ মরিনহোর মামলা ◈ ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরলো বাংলাদেশ দল ◈ জামায়াত আমিরের হোটেল বন্ধের আহ্বানে ব্যাপক প্রতিক্রিয়া

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তান আগমী ১০ বছরের মধ্যে আইসিসির টুর্নামেন্ট জিততে পারে: ডেইল স্টেইন

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে সেমিফাইনালে। তাদের এমন উন্নতি দেখে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ডেইল স্টেইন মনে করছেন, আগামী দশ বছরের মধ্যে আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারে আফগানরা। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে তাদের ব্যক্তিগত ও দলগত খেলায় আরও ধৈর্য আনার পরামর্শ দিয়েছেন তিনি। 

গত বুধবার রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমি-ফাইনালের ওঠার আশা জাগায় আফগানিস্তান। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সেই সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। রশিদ-নবীদের শেষ চারে উঠতে হলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে ২০৭ রানের ব্যবধানে।
অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে স্টেইন বলেন, আগে অনেক খেলোয়াড় স্কিল বাড়াতে ও ধৈর্য শেখার জন্য কাউন্টি ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে যেত। কিন্তু এখন মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। আমরা ইনস্টাগ্রামে দুই সেকেন্ডের ভিডিওও পুরোটা দেখি না। আমার মনে হয়, আফগানিস্তানের ক্রিকেটারদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

তারা সবকিছু দ্রুত চায়। প্রতিটি বলেই উইকেট নিতে চায়। ধৈর্য ধরে পরিকল্পনা সাজানোর মানসিকতা নেই। কিছু ক্ষেত্রে ব্যাটারদেরও একই অবস্থা। তারা ছক্কা হাঁকানোর চেষ্টা করে এবং দ্রুত খেলাটা এগিয়ে নিতে চায়।

আফগান ক্রিকেটারদের বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডে ক্রিকেটে সাফল্যের জন্য তাদের প্রথম শেণির ম্যাচ খেলতে পরামর্শ দেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯৯ উইকেট নেওয়া স্টেইন। 
টি-টোয়েন্টি খেলা তাদের জন্য আর্থিকভাবে লাভজনক এবং নতুন কিছু শেখারও সুযোগ দেয়। তবে চার দিনের ম্যাচ খেলা তাদের আরও সাহায্য করবে। ওয়ানডে ক্রিকেট মূলত টেস্টের সংক্ষিপ্ত সংস্করণ। এখানে টি-টুয়েন্টির প্রয়োগ থাকে। কিন্তু ধৈর্যই হলো মূল বিষয়। যদি তারা এটি রপ্ত করতে পারে, তাহলে আগামী ১০ বছরে তারা অবশ্যই কোনো আইসিসি ট্রফি জিততে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়