শিরোনাম
◈ শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যু সংখ্যা নিয়ে যা জানালেন প্রেস সচিব (ভিডিও) ◈ থানা থেকে গ্রেফতার হলেন ভাঙ্গা থানার ওসি ◈ আখতার হোসেন ও নাহিদ ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করে যা বললেন আসিফ নজরুল ◈ জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর, কীভাবে ঐক্য ধরে রাখবে এই নতুন দল? ◈ নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ বিকেলে, শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন ◈ বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব ◈ বাঁশখালীর পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হা‌তির আক্রম‌নে একজনের মৃত্যু ◈ এবার নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের পালিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল ◈ ব্যারিস্টার রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, বিএনপির দুই গ্রুপে উত্তেজনা! ◈ ফুলবাড়ীতে ৮৩ বিলিয়ন ডলারের মজুদ রয়েছে কয়লা, বিনিয়োগ প্রয়োজন ১৫ বিলিয়ন ডলারের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের পেস বোলার নাহিদ রানার প্রশংসায় পাকিস্তানের ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক : পেস বোলিংয়ে বাংলাদেশের ‘পোষ্টারবয়’ নাহিদ রানা। তরুণ এই পেসার লাইন লেংথের সঙ্গে গতিময় বোলিংয়ে সবার নজর কেড়েছেন। নাহিদকে নিয়ে সবার আগ্রহটা তাই একটু বেশিই। ভারতের বিপক্ষে ম্যাচের আগে যেমন পেসারদের নিয়ে করা প্রশ্নের বেশিরভাগই ছিল নাহিদ কেন্দ্রিক। এবার বাংলাদেশের তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, রমিজ রাজারা।

সবশেষ কয়েক মাসে বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম একজন হয়ে উঠেছেন নাহিদ। পাকিস্তান সফর, ওয়েস্ট ইন্ডিজ সফরে গতিময় বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসের প্রথম পেসার হিসেবে প্রতি ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বোলিং করার কীর্তি গড়েছেন তরুণ এই পেসার। শুধু একটি ডেলিভারিই নয় স্পেলের পর স্পেল নিজের গতি ধরে রেখেছেন নাহিদ। 

এমন একজনকে নিয়ে সবার আগ্রহ থাকবে এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের মানুষের মতো নাহিদকে মনে ধরছে অন্য দেশের সাবেক ক্রিকেটারদেরও। ২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন নাহিদ। সেবার খুলনার হয়ে খেলেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। তখন নাহিদ খুব বেশি আলোচনায় না থাকলেও তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি।

নাহিদকে প্রতিভাবান আখ্যা দিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সাংবাদিকদের ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমার মনে হয় সে খুবই প্রতিভাবান একজন। ওই সময় সে দুর্দান্ত ছিল। সে যেভাবে গতিময় বোলিং করে এটা দেখতে পারাটা দারুণ ব্যাপার। আমি তাকে শুভ কামনা জানাই এবং আশা করি সে বাংলাদেশের জন্য ভালো করতে থাকবে।

ওয়াহাব রিয়াজের মতো নাহিদকে মনে ধরেছে রমিজেরও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান তরুণ এই পেসারের গতির সঙ্গে লাইন লেংথেরও প্রশংসা করেছেন। তবে বয়সে তরুণ হওয়ায় বাংলাদেশকে সতর্কও করেছেন তিনি। রমিজের চাওয়া, এখনই যেন নাহিদকে খুব বেশি ভালো না করানো হয়।

এ প্রসঙ্গে রমিজ বলেন, ‘আমার মনে হয় তাকে আরও কম বোলিং করতে হবে। বাংলাদেশকে এটা নিশ্চিত করতে হবে সে যেন খুব বেশি বল না করে। তাকে ভালোভাবে দেখে রাখতে হবে। হ্যাঁ, সে অবশ্যই সম্ভাবনাময়ী একজন। আমি বাংলাদেশের জন্য খুবই খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়