শিরোনাম
◈ গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল ইসলাম আলমগীর ◈ গণপিটুনিতে ভয় আতঙ্ক, ছয় মাসে নিহত ১২১ ◈ আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ ◈ ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধা’রা যেসব সুবিধা পাবেন ◈ আফগানিস্তানকে কেউ আর হালকাভাবে নেবে না: কোচ ট্রট ◈ ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল 

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে বৈরি আবহাওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে খেলা হলো না। ফলে দুই দলই ১টি করে পয়েন্ট পায়। এর ফলে বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করেছে তিন নম্বরে থেকে, আর পাকিস্তান রয়েছে তালিকার তলানিতে। 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মোট প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে ৬.৯ মিলিয়ন ডলার বা প্রায় ৮৪ কোটি টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা) করে পাচ্ছে। 

এছাড়া, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য নির্ধারিত ছিল ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা)। তবে বাংলাদেশ কোনো ম্যাচ না জেতায় এই অতিরিক্ত অর্থ পাবে না।

বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় স্থান অর্জন করায় সপ্তম বা অষ্টম স্থানে থাকলে দলটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা)।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলের জন্য আইসিসি থেকে বরাদ্দ রয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা)। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা) এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা)।

বাংলাদেশ দলের এবার গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার ফলে সম্ভাব্য প্রাইজমানি দাঁড়াবে আনুমানিক ৩-৫ কোটি টাকার মধ্যে। যদিও আইসিসি স্পষ্টভাবে দলগুলোর চূড়ান্ত অবস্থান নির্ধারণের পদ্ধতি প্রকাশ করেনি, তবে বাংলাদেশ ৭ম বা ৮ম স্থান অর্জন করলে ৩ কোটি টাকার বেশি প্রাইজমানি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়