শিরোনাম
◈ নতুন রাজনৈতিক দল গঠনের নিয়ম কী, কী আছে সুপারিশে? ◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার 

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-৩ গোলে স্বাগতিকদের কাছে হেরেছে।
বাংলাদেশ আরব আমিরাত সফর করছে সিনিয়র ফুটবলার ছাড়াই। সাবিনা,কৃষ্ণা সহ ১৮ ফুটবলার বৃটিশ কোচ পিটার বাটলারকে বর্জন করছেন। বাফুফে বাটলারকেই কোচ রাখায় সিনিয়র ফুটবলার অনুশীলনে যোগ দেননি। তাই কোচ বাধ্য হয়ে অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই দুবাই সফর করেন। আজ (২৬ ফেব্রুয়ারি) বেশ কয়েকজন প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে খেলেছেন।  - ঢাকাপোস্ট

বাংলাদেশ জুনিয়র পর্যায়ে আমিরাত নারী দলকে একাধিকবার পরাজিত করেছে। সিনিয়র পর্যায়ে আজই প্রথম মুখোমুখি হয়েছে। স্বাগতিক আমিরাত বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ে। মাঠের পারফরম্যান্সও আমিরাত এগিয়ে ছিল। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় স্বাগতিক দল। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে আরব আমিরাত। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক   আফিদা একটি গোল পরিশোদ করেন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া। এরপর হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের। চতুর্থ রেফারি পাচ মিনিট ইনজুরি সময় দেন। ঐ সময় আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে। 

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার হয়নি। এজন্য বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যায় না। এই রিপোর্ট লেখা পর্যন্ত, বাফুফে আনুষ্ঠানিকভাবে গোলদাতা ও সময় গণমাধ্যমকে অবহিত করতে পারেনি। গণমাধ্যমকর্মীরা নিজ নিজ উদ্যোগে  বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। খেলা দেখার সুযোগ না হওয়ায় বাটলারের অধীনে 'নতুন' বাংলাদেশ কেমন খেলেছে সেটা বোঝা যায়নি। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ ২ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়