স্পোর্টস ডেস্ক : ইবরাহিম জাদরানের রেকর্ড গড়া ইনিংসে ভর করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে বড় সংগ্রহ পেয়েছিল আফগানিস্তান। রান তাড়ায় বোলাররা ভালো শুরুও এনে দিয়েছিলেন। তবে জো রুটের দুর্দান্ত শতকে ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড। কিন্তু আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিং নৈপুণ্যে শেষ হাসি হেসেছে আফগানরা। রোমাঞ্চকর ম্যাচে ইংলিশদের ৮ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল তারা। টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ইংল্যান্ড।
বুধবার লাহোরে জাদরানের ১৭৭ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে রুটের ১২০ রানের ইনিংসের পর ৩১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল জস বাটলারের দল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জেমি স্মিথকে হারিয়ে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন ডাকেটও ফেরেন ৩৮ রান করে।
তবে ব্রুক-বাটলারদের নিয়ে ছোট ছোট জুটিতে ইংলিশদের প্রতিরোধের নায়ক জো রুট। ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে ১২০ রান করে যখন ফিরলেন তখনও জয় থেকে ৩৯ রান দূরে দল।
এরপর আর্চার-ওভারটনের জুটিতে নাটকীয়তা হলেও ইংলিশদের শেষের লেজ গুটিয়ে দিয়ে আফগান রূপকথার পার্শ্বনায়ক শেষ পর্যন্ত আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম জয়ের সঙ্গে একাধিক রেকর্ড সঙ্গী হলো আফগানদের।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে আর্চারের পেস তোপে ৩৭ রানেই নেই টপ অর্ডারের তিন ব্যাটার। সেই ধ্বংসস্তুপে যেন ফিনিক্সি পাখি হয়ে উড়লেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে নিয়ে প্রথম প্রতিরোধ। ৪০ রান করে শাহিদী ফিরলেও হাল ছাড়েননি জাদরান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
শেষ দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ওমরজাই ও নবীর চল্লিশোর্ধ দু’টি ইনিংসে যোগ্য সমর্থন পান এই আফগান তুর্কী। শেষ ওভারে যখন ফিরলেন, ততক্ষণে রেকর্ড বইয়ে লিখলেন নিজের নাম। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রান করে দলকে এনে দেন ৩২৫ রানের লড়াকু পুঁজি। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে আফগানিস্তান। ১ মার্চ প্রোটিয়াদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।