স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে লম্বা কর্মঘণ্টার কারণে এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান পাকিস্তানের ১০০ জনেরও বেশি পুলিশ। ফলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
সংবাদ সংস্থাটি বলছে, আইসিসি টুর্নামেন্ট চলাকালীন এই পুলিশ কর্মীরা একাধিকবার তাদের দায়িত্বে অনুপস্থিত ছিল অথবা সরাসরি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো কর্তৃক চ্যাম্পিয়নস ট্রফিতে আসা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি নিয়ে উচ্চ সতর্কতা জারির একদিন পরও এদের দায়িত্বে দেখা যায়নি।
পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, পুলিশ সদস্যদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং নির্ধারিত হোটেলগুলির মধ্যে ভ্রমণকারী দলগুলির নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা হয় অনুপস্থিত ছিল অথবা সরাসরি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এই কর্মকর্তা আরো বলেন, পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।
এদিকে পুলিশ কর্মীদের কেন বরখাস্ত করা হয়েছিল এই বিষয়ে সরকার থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে দীর্ঘ কর্মঘণ্টার কারণে বরখাস্ত হওয়া পুলিশ কর্মীরা অতিরিক্ত চাপে ছিলেন।